কমল নাথের বিজেপি যোগের জল্পনার মাঝেই এক্স হ্যান্ডেলের বায়ো থেকে কংগ্রেস সাংসদ পরিচয় মুছলেন পুত্র নকুল নাথ। যার জেরে কংগ্রেস সাংসদের বিজেপি যোগের সম্ভাবনা আরও বৃদ্ধি পেল।
কিছুদিন আগেই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, কমল নাথও নাকি তাঁর পুত্র নকুলকে নিয়ে বিজেপিতে যোগদান করবেন। এমনটাই জল্পনা চলছে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এরই মাঝে নকুল নাথ তাঁর এক্স হ্যান্ডেল থেকে কংগ্রেস পরিচয় মুছে ফেলেছেন। সেখানে এখন শুধু লেখা আছে সাংসদ। কোন দলের সাংসদ তার কোনো উল্লেখ নেই।
কমল-পুত্রের ওই কাজের পর থেকেই রাজনীতিবিদদের অনুমান, খুব শীঘ্রই কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যাবেন কমল নাথ। তাঁর সাথে ১০ জনের বেশি কংগ্রেস বিধায়কও বিজেপিতে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। তবে কমল নাথ বা তাঁর পুত্র এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।
আবার শুক্রবার মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি বিডি শর্মাও একাধিক হেভিওয়েট কংগ্রেস নেতার দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেসে ভাঙন ধরবে। বিজেপিতে যাঁরা আসবেন তাঁদের আগাম স্বাগত জানিয়েছেনও তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা জানিয়েছিলেন, "আমি বিশ্বাস করিনা কমলনাথ বিজেপিতে যোগ দেবেন। যদি এরকম কিছু হয় তা লোকসভা নির্বাচনের মুখে কংগ্রেসের পক্ষে বড়ো আঘাত হবে। গত পাঁচ-ছয় বছরে কমলনাথ রাজ্য কংগ্রেসকে ঢেলে সাজিয়েছেন।"
কিছুদিন আগে কমলনাথ নিজেও জানিয়েছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর ছেলে নকুল নাথ কংগ্রেস প্রার্থী হিসেবে ছিন্দওয়াড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন