বিরোধী নেতাকে আক্রমণ করতে গিয়ে নিজের দলের সাংসদকেই আক্রমণ করলেন সদ্য রাজনীতিতে পা দেওয়া অভিনেত্রী কঙ্গনা রানাউত। আরজেডি নেতা তেজস্বী যাদবকে আক্রমণ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভুলবশত বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্যকে আক্রমণ করলেন তিনি। অভিনেত্রীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। ভিডিও শেয়ার করে কটাক্ষ করেছেন তেজস্বী যাদবও।
এবার প্রথম নির্বাচনী লড়াইয়ে নামছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচলের মান্ডি থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাঁর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং। তাঁর নির্বাচনী প্রচারে আক্রমণের মূলে থাকেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং বিক্রমাদিত্য সিং। রবিবার মান্ডির সুন্দরনগর এলাকায় একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় রানাউত পরিবারবাদী রাজনীতি নিয়ে রাহুল এবং বিক্রমাদিত্যকে আক্রমণ করে বলেন, “দেশে বখে যাওয়া 'শেহজাদাদের’ একটি দল আছে। তাঁরা নিজেরাই জানে না তাদের লক্ষ্য কী। তা সে রাহুল গান্ধীই হোন, যিনি চাঁদে আলু চাষ করতে যান, বা তেজস্বী সূর্য হোন, যিনি গুন্ডাগিরি করে বেড়ান এবং মাছ খান।"
অভিনেত্রীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দলের সাংসদ তথা যুব মোর্চার অন্যতম প্রধান মুখকে না চেনায় অনেকেই কটাক্ষ করেছেন অভিনেত্রীকে। কটাক্ষ করেছেন লালু-পুত্র তেজস্বী যাদবও। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, “এই ম্যাডাম কে?”
উল্লেখ্য, সম্প্রতি তেজস্বী যাদব নিজের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে হেলিকপ্টারের ভিতরেই তাঁকে মাছ ভাজা সহযোগে লাঞ্চ সারতে দেখা যায়। নবরাত্রি চলাকালীন এই ভিডিও পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তেজস্বী। কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যদিও তেজস্বী জানিয়েছিলেন এই ভিডিওটি নবরাত্রির আগে তোলা। সেই নিয়েই আক্রমণ করেছেন কঙ্গনা।
ভুল ব্যক্তিকে আক্রমণের পাশাপাশি কংগ্রেসের বহু প্রয়াত নেতাকেও আক্রমণ করেছেন কঙ্গনা। তিনি বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বাবা মতিলাল নেহরু তাঁর সময়ের আম্বানি ছিলেন। কিন্তু তাঁর সম্পদ এবং সম্পত্তি কোথা থেকে এসেছে তা কেউ জানে না। তিনি ব্রিটিশদের ঘনিষ্ঠ ছিলেন। কোথা থেকে তিনি এতো বিপুল সম্পদ পেয়েছিলেন তা এখনও গোপন আছে। প্রধানমন্ত্রী নির্বাচনের সময় সর্দার বল্লভভাই প্যাটেলের পক্ষে বেশি ভোট ছিল। কিন্তু তা সত্ত্বেও জওহরলাল নেহেরু কীভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন তা কেউ জানে না।“
কঙ্গনার এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন