Lok Sabha Polls 24: বিজেপির প্রার্থী হচ্ছেন কঙ্গনা রানাউত, আরও একাধিক চমক পঞ্চম দফার তালিকায়

People's Reporter: আশঙ্কা সত্য করে বরুণ গান্ধীকে এবার টিকিট দেয়নি বিজেপি। তবে তাঁর মা মানেকা গান্ধীকে তাঁর পুরনো কেন্দ্র সুলতানপুর থেকেই ফের প্রার্থী করা হয়েছে।
(বামদিক থেকে) কঙ্গনা রানাউত, অগ্নিমিত্রা পাল এবং সীতা সোরেন
(বামদিক থেকে) কঙ্গনা রানাউত, অগ্নিমিত্রা পাল এবং সীতা সোরেনফাইল ছবি
Published on

বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নিজের রাজ্য হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে প্রার্থী হচ্ছেন তিনি। রবিবার সন্ধ্যায় বিজেপির তরফ থেকে প্রকাশিত পঞ্চম দফার প্রার্থী তালিকায় অভিনেত্রীর নাম রয়েছে।

প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পরেই বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত ছিল)) হ্যান্ডেলে একটি পোস্ট করেন কঙ্গনা। তিনি লেখেন, “আমার প্রিয় ভারত এবং ভারতীয় জনতার নিজস্ব দল, ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সবসময় নিঃশর্ত সমর্থন করেছি আমি। আজ বিজেপির জাতীয় নেতৃত্ব আমাকে আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি নির্বাচন কেন্দ্র থেকে তাদের লোকসভা প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। আমি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে হাইকমান্ডের এই সিদ্ধান্ত মেনে চলবো।“

তিনি আরও লেখেন, “আনুষ্ঠানিকভাবে পার্টিতে যোগ দিতে পেরে আমি সম্মানিত ও আনন্দিত বোধ করছি। আমি একজন যোগ্য কর্মকর্তা এবং একজন নির্ভরযোগ্য কর্মচারী হওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছি। ধন্যবাদ।“

রবিবারই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শিল্পপতি তথা প্রাক্তন সাংসদ নবীন জিন্দালকে প্রার্থী করা হয়েছে তাঁর পুরনো কেন্দ্র কুরুক্ষেত্র থেকে। বেগুসরাই থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। ধর্মেন্দ্র প্রধান সম্বলপুর এবং সম্বিত পাত্র পুরী থেকে প্রার্থী হচ্ছেন। পাটনা সহিব থেকে প্রার্থী হচ্ছেন রবিশঙ্কর প্রসাদ

আশঙ্কা সত্য করে বরুণ গান্ধীকে এবার টিকিট দেয়নি বিজেপি। তাঁর কেন্দ্র পিলভিট থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন কংগ্রেস নেতা জিতিন প্রসাদকে। তবে বরুণ টিকিট না পেলেও তাঁর মা মানেকা গান্ধীকে তাঁর পুরনো কেন্দ্র সুলতানপুর থেকেই ফের প্রার্থী করা হয়েছে। কেরল বিজেপির সভাপতি কে সুরেন্দ্রন লড়বেন রাহুল গান্ধীর বিরুদ্ধে ওয়াইনাড় কেন্দ্র থেকে। জেএমএম ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া সীতা সোরেন প্রতিদ্বন্দ্বিতা করবেন ঝাড়খণ্ডের দুমকা থেকে।

পঞ্চম দফার তালিকায় বাংলার ১৯টি কেন্দ্র রয়েছে। তমলুক কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সদ্য বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গাঙ্গুলিকে। তালিকায় নাম রয়েছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এবং অর্জুন সিংয়েরও। তাপস রায় প্রার্থী হচ্ছেন কলকাতা উত্তর কেন্দ্র থেকে এবং বিদায়ী সাংসদ অর্জুন সিং দাঁড়াচ্ছেন তাঁর নিজের কেন্দ্র ব্যারাকপুর থেকেই।

এই প্রার্থী তালিকায় সবচেয়ে নজর কেড়েছে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যে বিজেপির প্রথম তালিকায় দিলীপের নাম ছিল না। প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাঁকে তাঁর পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকেই প্রার্থী করা হবে তো! সেই আশঙ্কাই সত্যি হল। দিলীপকে প্রার্থী করা হয়েছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। মেদিনীপুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়বেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপির প্রার্থী তালিকায় আরও দুই বিধায়ক রয়েছে। হরিণঘাটার বিধায়ক তথা বিখ্যাত কীর্তন শিল্পী অসীম সরকারকে প্রার্থী করা হয়েছে বর্ধমান পূর্ব কেন্দ্রে এবং বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে প্রার্থী করা হয়েছে বারাসত লোকসভায়।

বাংলায় এখনও চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা বাকি রয়েছে বিজেপির। কেন্দ্রগুলি হল - ডায়মন্ড হারবার, বীরভূম, ঝাড়গ্রাম এবং আসানসোল।

(বামদিক থেকে) কঙ্গনা রানাউত, অগ্নিমিত্রা পাল এবং সীতা সোরেন
Lok Sabha Polls 24: ভাদোদরার পর সবরকান্থা, নির্বাচন থেকে নাম প্রত্যাহার আরও এক BJP প্রার্থীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in