কর্নাটকের বাগেপল্লী কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী অনিল কুমারের উপর হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সোমবার, এই অভিযোগ তুলে ঘটনার নিন্দা প্রকাশ করেছেন সিপিআই(এম)-র কেন্দ্রীয় কমিটির সদস্য কে. উমেশ। এক বিবৃতিতে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সিপিআইএম কর্ণাটক সম্পাদক ইউ বাসবরাজা।
সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, পরাজয়ের ভয়ে সিপিআই(এম) প্রার্থী ডাঃ অনিল কুমারকে আক্রমণ করেছে বিজেপি’র দুষ্কৃতীরা। তাঁকে অপহরণ করার চেষ্টা চালানো হয়েছিল। তবে, সেই অপচেষ্টা রুখে দিয়েছেন পার্টি কর্মীরা।
চিক্কাবল্লপুরা জেলা সম্পাদক মুনিবেঙ্কটাপ্পা জানান, রবিবার রাতে অনিল কুমার যখন তাঁর আবাসে ফেরেন একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। এরা নিজেদের বিজেপি কর্মী পরিচয় দিয়ে জানায় যে বাড়ির একতলা তারা ভাড়া নিয়েছে। ঘরের ভেতর ঢুকে ধাক্কাধাক্কি শুরু করে এই বাহিনী।
এক ফেসবুকে পোষ্টে সিপিআই(এম) কর্ণাটক জানিয়েছে, বাগেপল্লী বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী হলেন ডাঃ অনিল কুমারের বাড়িতে হামলায় অভিযুক্ত ১৯ জন বিজেপি দুষ্কৃতীকে হেফাজতে নিয়ে তদন্ত করছে পুলিশ। হামলাকারীদের ব্যাগে ছুরি ও প্রাণঘাতী ধারালো অস্ত্র পাওয়া গেছে।
ঘটনার প্রতিবাদে সোমবার, সিপিআইএম কর্মীরা বাগেপল্লী থানার সামনে বিক্ষোভ দেখায়। ধৃত দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়েছেন তাঁরা। কেন হামলা করতে এসেছে, জিজ্ঞাসাবাদ করার দাবিও তুলেছে।
আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনে মোট ৪টি আসনে প্রার্থী দিয়েছে সিপিআই(এম)। এর মধ্যে অন্যতম একটি আসন হল চিক্কাবল্লাপুরা জেলার অন্তর্গত বাগেপল্লী আসন। সূত্রের খবর, এই আসনে জেতার প্রবল সম্ভাবনা রয়েছে সিপিআই(এম) প্রার্থী ডাঃ অনিল কুমারের। আর, সেই আশঙ্কাতেই প্রার্থী অনিল কুমারের উপর বিজেপি হামলা চালিয়েছে বলে দাবি সিপি(আই)এম-এর।
জানা যাচ্ছে, এবার ত্রিমুখী লড়াই হচ্ছে বাগেপল্লী আসনে। সিপিআইএম প্রার্থী ডাঃ অনিল কুমার বিরুদ্ধে আসরে রয়েছেন বিজেপি প্রার্থী সি মুনিরাজু ও কংগ্রেসের এস এন সুব্বা রেড্ডি।
তথ্য অনুসারে, ২০১৮ সালে এই কেন্দ্রে ১৪,০১৩ ভোটে পরাজিত হয়েছিল সিপিআইএম। জনতা দল (সেকুলার) দলের প্রার্থী পেয়েছিলেন ২৩.২৮ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছিল ৩৯.৯৪ শতাংশ ভোট। সিপিআইএম-এর ভোট ছিল ৩১.৪২ শতাংশ। এবার এই কেন্দ্রে জেডিএস সিপিআইএম কে সমর্থন করায় ভোট শতাংশের হারে হেরফের অবশ্যম্ভাবী। অতীতেও ১৯৮৩, ১৯৯৪ ও ২০০৪ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিল সিপিআই(এম)।
বাগেপল্লী ছাড়াও অন্য যে ৩ টি আসনে প্রার্থী দিয়েছে সিপিআই(এম), সেগুলি হল- কে আর পুরম কেন্দ্র (বেঙ্গালুরু আরবান জেলা), গুলবর্গা গ্রামীণ কেন্দ্র (কালবুরগি জেলা) এবং কে জি এফ কেন্দ্র (কোলার জেলা)।
এই আসনগুলির মধ্যে গুলবর্গা গ্রামীণ আসনে প্রার্থী দিয়েছে এসইউসিআই(সি), কে আর পুরমে প্রার্থী দিয়েছে সিপিআই(এম-এল), এবং কেজিএফ আসনে সিপিআই।
এই প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক ইউ বাসবরাজ জানান, বহু আলোচনা সত্ত্বেও বাম দলগুলির মধ্যে নির্বাচনী সমঝোতা করা বা বোঝাপড়ায় আসা সম্ভব হয়নি। যে যে দলের যেখানে যেখানে উপস্থিতি আছে, তারা সেখানে সেখানে প্রার্থী দিয়েছে। আমরা এটাকে বন্ধুত্বপূর্ণ লড়াই হিসেবেই দেখছি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন