১০ মে কর্ণাটকে (Karnataka) বিধানসভা নির্বাচন। তার আগে, ওবিসি মুসলিমদের ৪ শতাংশ সংরক্ষণ বাতিল নিয়ে কর্ণাটক সরকারের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার, বিচারপতি কে এম জোসেফ ও বিচারপতি বিভি নাগারথনার বেঞ্চ জানিয়েছে, আগামী ৯ মে পর্যন্ত ওবিসি মুসলিমদের জন্য সংরক্ষণ বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা যাবে না।
আর, নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এই নির্দেশে চরম অস্বস্তিতে পড়েছে শাসক দল বিজেপি।
মঙ্গলবার, প্রথমার্ধে আদালতে রাজ্য সরকারের পক্ষে হাজির হন সলিসিটর জেনারেল তুষার মেহতা। নিজের ব্যাস্ততার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি আজ এটি ফাইল করব কিন্তু সমস্যা হল আমি (সলিসিটর জেনারেল) ব্যক্তিগত অসুবিধায় আছি। কারণ, সাংবিধানিক বেঞ্চের সামনে সমকামী বিবাহ নিয়ে শুনানি চলছে, আমাকে সেখানে থাকতে হবে। অনুগ্রহ করে বিষয়টি অন্য কোনো দিনের জন্য রাখুন।’
তারপরেই, শুনানি পিছিয়ে আগামী ৯ মে পর্যন্ত ওবিসি মুসলিমদের জন্য সংরক্ষণ বাতিলের সিদ্ধান্ত কার্যকরের উপর স্থগিতাদেশ জারি করেন দুই বিচারপতি। অর্থাৎ, সরকারি আইনজীবীর কারণেই অস্বস্তিতে পড়েছে বাসবরাজ সরকার।
গত ২৫ মার্চ, বিধানসভা নির্বাচনের একমাস আগে কর্ণাটকে মুসলিমদের সংরক্ষণ কেড়ে নেয় বাসবরাজ সরকার। রাজ্যের ওবিসি মুসলিম সম্প্রদায়ের মানুষ শিক্ষা ও চাকরীতে যে ৪ শতাংশ সংরক্ষণ পেত, তা প্রত্যাহার করে নেয় বিজেপি সরকার। এবং তা ভাগ করে দেওয়া হয় লিঙ্গায়াত এবং ভোক্কালিগা সম্প্রদায়ের মধ্যে।
আর, আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য যে ১০ শতাংশ সংরক্ষণ থাকে, মুসলিমদের সংরক্ষণকে তার অন্তর্গত করার কথা বলা হয়েছে। পঞ্চমাসালি, লিঙ্গায়তদের জন্য সংরক্ষণও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। তপশিলি জাতি বা SC-র জন্য সংরক্ষণ ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছে। তপশিলি উপজাতি বা ST-র জন্য আসন সংরক্ষণ ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে।
ভোটের আগে, মুসলিমদের এই সংরক্ষণ বাতিল করায় সমালোচনায় সরব হয় বিরোধীরা। অন্যদিকে রাজ্য সফরে এসে বাসবরাজ সরকারের এই সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কিন্তু, ভোটের আগে শীর্ষ আদালতের নির্দেশে এবার অস্বস্তিতে পড়ছে বিজেপি।
আগেই কর্ণাটকের বিজেপি সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি কেএম জোসেফ এবং বিচারপতি বিভি নাগারত্না ১৩ এপ্রিলের শুনানিতে মন্তব্য করেন, ‘ভুল ধারনার ভিত্তিতে' মুসিলমদের সংরক্ষণ বাতিল করছে কর্ণাটক সরকার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন