Karnataka: জেডিএস-বিজেপি সমঝোতা - দলীয় সভাপতির নেতৃত্বে পাল্টা বৈঠকে বিক্ষুব্ধ গোষ্ঠী

People's Report: ‘চিন্তন-মন্থন’ শীর্ষক এই বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বিজেপির সঙ্গে সমঝোতার যে সিদ্ধান্ত নিয়েছেন তার বিরোধিতা করা হয়।
বেঙ্গালুরুতে জেডিএস বিক্কুব্ধ গোষ্ঠীর চিন্তন মন্থন বৈঠক
বেঙ্গালুরুতে জেডিএস বিক্কুব্ধ গোষ্ঠীর চিন্তন মন্থন বৈঠকছবি আইএএনএস এক্স হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বিজেপিকে সমর্থন জানানোর পরে কার্যত ভাঙতে চলেছে কর্ণাটকের জেডি(এস)। দলের রাজ্য সভাপতি সি এম ইব্রাহিম এদিনই দলের পক্ষে এক বৈঠক ডেকে বিজেপিকে সমর্থন জানানোর প্রশ্নে দলীয় সদস্যদের মত জানতে চান। উল্লেখযোগ্যভাবে, এই বৈঠকের কোনও পোষ্টার, ব্যানার অথবা প্রচারপত্রে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর কোনও ছবি ছাপা হয়নি।

এদিনের বৈঠকে ইব্রাহিম বলেন, "আমাদের মূল লক্ষ্য আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করা। আমি এই বিষয়ে আপনাদের পরামর্শ চাই। বিভিন্ন জেলা থেকে যেসব নেতৃত্ব এসেছেন তাঁরা আমাকে এই বিষয়ে তাঁদের মতামত জানান।"

সোমবার বেঙ্গালুরুতে আয়োজিত ‘চিন্তন-মন্থন’ শীর্ষক বৈঠকে স্পষ্টতই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বিজেপির সঙ্গে সমঝোতার যে সিদ্ধান্ত নিয়েছেন তার বিরোধিতা করা হয়। বৈঠকে উপস্থিত ইব্রাহিমের সমর্থকরা অবিলম্বে দল থেকে এইচ ডি কুমারস্বামী এবং তাঁর ছেলে নিখিল কুমারস্বামীকে বরখাস্তের দাবি তোলেন।

বিগত বিধানসভা নির্বাচনে মাইশুরুর পরাজিত জেডিএস প্রার্থী শাহিদ বলেন, দলবিরোধী কার্যকলাপের জন্য অবিলম্বে এইচ ডি এবং নিখিলকে দল থেকে বরখাস্ত করা উচিত। নয়তো ইব্রাহিমের উচিত দল থেকে পদত্যাগ করা।

যদিও এই প্রসঙ্গে ইব্রাহিম দলীয় সদস্য ও সমর্থকদের জানান, এখন দেবেগৌড়া বা কুমারস্বামীকে দোষারোপের সময় নয়। এখন ভাবা উচিত ভবিষ্যতে দল কোন পথে চলবে। তিনি দলীয় সদস্যদের কাছে সেটাই জানতে চাইছেন।

রাজনৈতিক মহলের সূত্র অনুসারে, খুব শীঘ্রই জেডিএস ছাড়তে চলেছেন ইব্রাহিম। তিনি কিছুদিনের মধ্যেই তাঁর সিদ্ধান্ত ঘোষণা করবেন। তার আগে তিনি দলীয় সদস্য এবং তাঁর সমর্থকদের মনোভাব বুঝে নিতে চাইছেন।

বেঙ্গালুরুতে জেডিএস বিক্কুব্ধ গোষ্ঠীর চিন্তন মন্থন বৈঠক
Electoral Bonds: নির্বাচনী বন্ডের বৈধতা মামলা পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ-এ পাঠালো সুপ্রিম কোর্ট
বেঙ্গালুরুতে জেডিএস বিক্কুব্ধ গোষ্ঠীর চিন্তন মন্থন বৈঠক
বিজেপি মন্ত্রীকে নিয়ে খবর! গ্রেফতার মধ্যপ্রদেশের সাংবাদিক, দায়ের ১১টি FIR

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in