যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। জল্পনা তৈরি হয়েছিল দল থেকে সাসপেন্ড করা হতে পারে। জল্পনা সত্যি করে মঙ্গলবার দল থেকে সাসপেন্ড করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি তথা হাসন লোকসভা কেন্দ্রের জনতা দল সেকুলার (জেডিএস) –এর প্রার্থী প্রোজ্জ্বল রেভান্নাকে। পাশাপাশি, দলের পক্ষ থেকে নোটিশ পাঠিয়ে জবাবও তলব করা হয়েছে।
মঙ্গলবার জেডিএস-এর কোর কমিটির প্রেসিডেন্ট জিটি দেবগৌড়া সাংবাদিক বৈঠকে বলেন, “আমরা প্রোজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমরা ঠিক করেছিলাম যে, দলের সর্বভারতীয় সভাপতি (দেবগৌড়া)-কে বলব তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত রেভান্নাকে সাসপেন্ড করতে।“
উল্লেখ্য, প্রথম দফা ভোটের আগে বহু অশ্লীল ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর তাতে নাম জড়ায় দেবগৌড়ার অন্যতম পুত্র এইচডি রেভান্না ও নাতি প্রোজ্জ্বল রেভান্নার। জানা গেছে, বাড়ির রাঁধুনির অভিযোগের ভিত্তিতেই হোলেনারাসিপুর থানায় মামলা রুজু হয়েছে তাঁদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই গোটা বিষয়ের তদন্তের নির্দেশ দেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শনিবার তিনি এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে জানান, রাজ্য সরকার এই ঘটনাটির তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে। কর্ণাটকের মহিলা কমিশনও এই ঘটনা নিয়ে সরব হয়।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে জেডিএস-এর জোটসঙ্গী বিজেপি। সম্প্রতি কর্ণাটকের এক বিজেপি নেতা দাবি করেন, তাঁর কাছে ৩০০০ অশ্লীল ভিডিও আছে। যার মধ্যে প্রোজ্জ্বলের যৌন কেলেঙ্কারির প্রমাণ রয়েছে। এমনকি, ওই ভিডিয়ো দেখিয়ে পরবর্তী সময়েও মহিলাদের যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে দেবগৌড়া-পৌত্রের বিরুদ্ধে।
হাসন কেন্দ্রের বিদায়ী সাংসদ প্রোজ্জ্বল রেভান্না এই মুহূর্তে ভারতে নেই। তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রকাশ্যে আসতেই দেশ ছাড়েন তিনি। এই মুহূর্তে জার্মানির ফ্রাঙ্কফুর্টে রয়েছেন তিনি বলে জানা গেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন