কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং তাঁর পরিবারকে হত্যার চক্রান্ত করা হচ্ছে। শনিবার কংগ্রেসের পক্ষ থেকে চাঞ্চল্যকর এই অভিযোগ আনা হয়েছে। কংগ্রেস সাধারণ সম্পাদক এবং মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এদিন এক সাংবাদিক সম্মেলনে একথা জানান।
এদিনের সাংবাদিক সম্মেলনে সুরজেওয়ালা এক অডিও ক্লিপ শোনান। তাঁর দাবি অনুসারে এই দুই কথোপকথন কর্ণাটকের চিত্তারপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী মণিকান্ত রাঠোর এবং বিজেপি কর্মী রবির। যে কথোপকথনে বলা হয়েছে, “যদি আমি তাঁর ফোন নাম্বার পাই, তাহলে আমি তাঁর স্ত্রী এবং পরিবারকে শেষ করে দেব।” যদিও এই কথোপকথনে স্পষ্ট নয় যে ওই ব্যক্তি মল্লিকার্জুন খাড়গে অথবা তাঁর ছেলে প্রিয়াঙ্ক খাড়গে – কার সম্পর্কে এই মন্তব্য করেছেন।
কংগ্রেস মুখপাত্র জানিয়েছেন, এই চক্রান্তের পরিকল্পনা বিজেপির নিকৃষ্টতম কাজের প্রমাণ। বিজেপি এবং তাদের নেতৃত্ব এখন কর্ণাটকের জন্য উন্নয়ন পরিকল্পনার বদলে এআইসিসি প্রেসিডেন্ট, তাঁর স্ত্রী এবং পরিবারকে হত্যার ষড়যন্ত্র করছে।
এই অডিও ক্লিপের ভিত্তিতে কংগ্রেস চিত্তারপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী মণিকান্ত রাঠোরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করবে।
চিত্তারপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মণিকান্ত রাঠোরের মনোনয়ন ঘিরে জটিলতার সৃষ্টি হয়েছিল। কারণ খুনের চেষ্টা, অবৈধভাবে রেশনের চাল পাচার, অঙ্গনওয়াড়ির শিশুদের জন্য বরাদ্দ মিল্ক পাউডার কালোবাজারে বিক্রি সহ এই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমপক্ষে ৪০টি বিচারাধীন মামলা আছে। যদিও বিজেপি মণিকান্ত রাঠোরের নামই প্রার্থী হিসেবে বিবেচিত করে এবং এরপর এই কেন্দ্রে বিজেপির দুই মনোনয়ন প্রত্যাশী বিশ্বনাথ পাটিল হেব্বাল এবং অরবিন্দ চৌহান কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেন।
উল্লেখযোগ্য ভাবে মণিকান্ত রাঠোর যে বানজারা গোষ্ঠীভুক্ত, তাঁরাও বিজেপির এই মনোনয়নে হতাশা প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই কেন্দ্রে মণিকান্তকে মনোনয়ন দেবার ফলে যিনি বানজারা গোষ্ঠীর পক্ষ থেকে প্রকৃত যোগ্য প্রার্থী ছিলেন তাঁর সঙ্গে বঞ্চনা করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন