Karnataka Polls: কর্ণাটকে প্রাথমিক গণনায় অনেক এগিয়ে কংগ্রেস, পিছিয়ে বিজেপি

নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুসারে কংগ্রেস এগিয়ে রয়েছে ১১০ আসনে এবং বিজেপি এগিয়ে ৭৩ আসনে। জেডিএস এগিয়ে ২৪ আসনে। এছাড়াও কেআরপিপি এবং এসকেপি ১টি করে আসনে এগিয়ে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সংগৃহীত
Published on

কর্ণাটকে জোরকদমে এগিয়ে চলেছে ভোট গণনা। এখনও পর্যন্ত গণনার গতিপ্রকৃতি অনুসারে ১১৫ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যদিকে ৭৭ আসনে এগিয়ে বিজেপি এবং ২৭ আসনে এগিয়ে জেডিএস। অন্যান্যরা এগিয়ে ৫ আসনে। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩ আসন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুসারে কংগ্রেস এগিয়ে রয়েছে ১১০ আসনে এবং বিজেপি এগিয়ে ৭৩ আসনে। জেডিএস এগিয়ে ২৪ আসনে। এছাড়াও কেআরপিপি এবং এসকেপি ১টি করে আসনে এগিয়ে। ৩টি আসনে এগিয়ে নির্দল প্রার্থীরা।

কমিশনের ওয়েবসাইটের বেলা ১০.২০-র তথ্য অনুসারে এখনও পর্যন্ত কংগ্রেস পেয়েছে ৪৩.৪ শতাংশ ভোট, বিজেপি পেয়েছে ৩৬.৪ শতাংশ ভোট, জেডিএস পেয়েছে ১২.২২ শতাংশ ভোট।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সিগগাঁও কেন্দ্রে থেকে এগিয়ে রয়েছেন।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেওয়া জগদীশ সেট্টার হুব্বালি সেন্ট্রাল ধারওয়াদ কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। এই কেন্দ্র থেকে তিনি ৬ বারের বিধায়ক। দ্বিতীয় রাউন্ডের শেষে তিনি ১৯০০ ভোটে পিছিয়ে রয়েছেন।

আথানি কেন্দ্রে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লক্ষণ সাবাদি এগিয়ে রয়েছেন। ভোটের আগে লক্ষণ সাবাদি বিজেপি ছেড়ে কংগ্রেস যোগ দেন।

দক্ষিণ কর্ণাটক অঞ্চলে এগিয়ে কংগ্রেস, ব্যাঙ্গালোর অঞ্চলে এগিয়ে বিজেপি, কল্যাণ অঞ্চলে এগিয়ে কংগ্রেস, কিট্টুর অঞ্চলে এগিয়ে কংগ্রেস।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in