কর্ণাটক বিধানসভা নির্বাচনের মুখে ফাটল বিজেপি শিবিরে। টিকিট না পেয়ে বিজেপি ছেড়েছেন কর্ণাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি (Laxman Savadi)। কর্ণাটকের ঘরোয়া সমীকরণে এই লক্ষ্মণ সাভাদি ইয়েদুরাপ্পা-ঘনিষ্ঠ বলেই পরিচিত।
মঙ্গলবার সন্ধ্যায়, দীর্ঘ টালবাহানার পর কর্ণাটক বিধানসভার ২২৪টি আসনের মধ্যে ১৮৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এই আংশিক তালিকা ঘোষণা হতেই ডামাডোল শুরু হয়েছে বিজেপি শিবিরে।
বুধবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে লক্ষ্মণ সাভাদি জানান, 'আমি অবশ্যই একটি সিদ্ধান্ত নিয়েছি। আমি দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।' একইসঙ্গে, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি 'দৃঢ় সিদ্ধান্ত' নেবেন তিনি এবং শুক্রবার থেকে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন সাভাদি।
কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রভাবশালী লিঙ্গায়েত নেতা বিএস ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ বলে পরিচিত লক্ষ্মণ সাভাদি। বোম্মাই সরকারের মন্ত্রীও ছিলেন তিনি। আথানি কেন্দ্রের তিনবারের বিধায়ক সাভাদি। এবার, দলে টিকিট না পেয়ে বিজেপি ছাড়ার ঘোষণা দেন ক্ষুব্ধ লক্ষ্মণ সাভাদি। আর, তাঁর এই দল ছাড়ার ঘোষণার প্রভাব পড়েছে বিজেপির অন্দরেও।
এদিন লক্ষ্মণ সাভাদি বলেন, 'আমি মাথা উঁচু করে রাজনীতি করি। এই বিষয়ে কারোর কাছে যাবো না আমি।'
প্রসঙ্গত, মঙ্গলবার, বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগেই রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানিয়েছেন শিবমোগার বিজেপি বিধায়ক কে এস ঈশ্বরাপ্পা (KS Eshwarappa)। এমনকি এই বিধানসভা নির্বাচনে লড়বেন না বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, নির্বাচনের টিকিট না পেলে অন্য পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার ( Jagadish Shettar )। তাঁর দাবি, দল নাকি অন্যকে জায়গা করে দেওয়ার জন্যে তাঁকে বলেছে। এমনকি তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনাও নাকি কম। আর তা যদি হয় তাহলে অন্য পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জগদীশ শেট্টার। অর্থাৎ নির্দল হয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার প্রকাশিত বিজেপির প্রথম প্রার্থী তালিকায় ১৮৯ জনের মধ্যে নতুন মুখ রয়েছে ৫২ জন। বাদ পড়েছেন বেশ কয়েকজন বিধায়কও। অনেক ক্ষেত্রেই প্রথম তালিকায় বেছে নেওয়া হয়েছে কংগ্রেস ছেড়ে আসা নেতাদের। অর্থাৎ দলবদলুদের গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির প্রথম তালিকায়। যা নিয়ে বিজেপি শিবিরে টালমাটাল পরিস্থিতি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন