কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের (DK Shivakumar) মনোনয়ন গ্রহণ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। কনাকাপুরা বিধানসভা (Kanakapura Constituency) কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। শুক্রবার, তা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
এই কনাকাপুরা কেন্দ্রে থেকে মন্ত্রী আর অশোককে (Revenue Minister R Ashoka) প্রার্থী করেছে বিজেপি। যিনি ভোক্কালিগা সম্প্রদায়ের অন্তর্গত এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরপ্পার ঘনিষ্ঠ। ফলে, এই কেন্দ্রে যে প্রদেশ কংগ্রেস সভাপতি বনাম বিজেপির মন্ত্রীর মধ্যে হাইভোল্টেজ লড়াই হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
জানা যাচ্ছে, কনকাপুরার সাত বারের বিধায়ক হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমার। কিন্তু, তাঁর বিরুদ্ধে ১৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে রয়েছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এবং আয়কর ফাঁকির অভিযোগ। এবং, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং আয়কর (IT) বিভাগ যেভাবে 'সক্রিয় হয়ে উঠেছে', তাতে শিবকুমারের মনোনয়ন বাতিল হওয়ার একটা সম্ভাবনা ছিল।
তাই, আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই কেন্দ্রে ডিকে শিবকুমারের ভাই তথা কংগ্রেস সাংসদ ডিকে সুরেশ (DK Suresh)-ও মনোনয়ন দিয়েছিলেন।
কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, ডিকে শিবকুমারের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। কিন্তু আমরা নিরাপদে থাকতে চাইছি। যেভাবে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 'অপব্যবহার' করছে, তাতে যে কোনওদিন তারা ডিকে শিবকুমারের বিরুদ্ধে আক্রমণ নামিয়ে আনতে পারে।
জানা যাচ্ছে, কর্ণাটকের রামানগর জেলার অন্তর্গত হল এই কানাকাপুরা আসন। এই কেন্দ্রটি হল ভোক্কালিগা সম্প্রদায়ের জন্য একটি শক্ত ঘাঁটি। এখানকার ৬০ শতাংশেরও বেশি ভোটার ভোক্কালিগা সম্প্রদায়ের। ১৯৮৯ সাল থেকেই এই কেন্দ্রটি দখলে রয়েছে কংগ্রেসের। তবে, মাঝে ২০০৪ থেকে ২০০৮ সালের মধ্যেকার সময়ে, এই কেন্দ্রে জিতেছিল জনতা দল-সেকুলার বা JD(S)।
কর্ণাটক বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ মে। আর, নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী ১৩ মে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন