Karnataka: বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর, লাইনে আরও অনেকে, দাবি শিবকুমারের

১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির তরফে প্রথম পর্বের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেই প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় লক্ষ্মণ সাভাদি বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন।
প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি
প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদিফাইল চিত্র - সংগৃহীত
Published on

কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রার্থীতালিকায় নাম না থাকার কারণে বিজেপি ছেড়েছিলেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি (Laxman Savadi)। এবার তিনি যোগ দিতে চলেছেন কংগ্রেসে।

শুক্রবার সকালে বেঙ্গালুরুতে, রাজ্য কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও  প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সাভাদি। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাসভবনে কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

লক্ষ্মণ সাভাদিকে দলে স্বাগত জানিয়ে কর্ণাটকের কংগ্রেস নেতৃত্বের তরফে জানানো হয়েছে, ‘এমন মহান নেতাদের’ দলে নেওয়া তাঁদের ‘কর্তব্য’।

১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য গত মঙ্গলবার বিজেপির তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেই প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় লক্ষ্মণ সাভাদি বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন।

সূত্রের খবর, লক্ষ্মণ সাভাদিকে প্রার্থী করতে পারে কংগ্রেস। আর সেটা যদি করে হাত শিবির, তাহলে বিজেপি চাপের মুখে পড়বে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।

লক্ষ্মণ সাভাদি প্রসঙ্গে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার বলেন, 'এখানে কোনও শর্ত নেই। তিনি মনে করেছেন তাঁকে অপমান করা হয়েছে। এই জাতীয় মহান নেতাদের কংগ্রেসে নেওয়া আমাদের কর্তব্য। নয় বা ১০ জনের বেশি বর্তমান বিজেপি বিধায়ক আমাদের দলে যোগ দিতে চান, কিন্তু আমাদের কাছে জায়গা নেই।’

প্রাক্তন বিজেপি বিধায়ক লক্ষ্মণ সাভাদি হলেন একজন শক্তিশালী লিঙ্গায়ত নেতা, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পার ঘনিষ্ঠ।

৬৩ বছর বয়সী তিনবারের বিধায়ক সালাভি গত বুধবার ঘোষণা দেন, 'আমি অবশ্যই একটি শক্তিশালী সিদ্ধান্ত নিয়েছি। আমি দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।' একইসঙ্গে তিনি জানান, 'আমি ভিক্ষার বাটি নিয়ে ঘুরতে যাবার কেউ নই। আমি একজন আত্মসম্মানিত রাজনীতিবিদ। আমি কারো প্রভাবে কাজ করছি না।'

প্রসঙ্গত, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে আথানি আসনে কংগ্রেস প্রার্থী মহেশ কুমাথাহল্লির কাছে হেরে যান সাভাদি। এরপর, একবছর বাদে, কর্ণাটকে বিজেপির ;লোটাস অপারেশন'-এ 'গুরুত্বপূর্ণ ভূমিকা' পালন করার জন্য পুরস্কার হিসাবে উপ-মুখ্যমন্ত্রীর পদ পান তিনি। এবার, তিনিই দলে টিকিট না পেয়ে বিজেপি থেকে কংগ্রেসে যোগ দিতে চলেছেন।

২০১৮ সালের নির্বাচনে মোট ১০৪ টি আসনে জিতেছিল। কংগ্রেস পেয়েছিল ৮০ টি আসন, আর জোটসঙ্গী জনতা দল (সেকুলার) দখল করেছিল ৩৭ টি আসন। এবার কংগ্রেস ও জনতা দল (সেকুলার) পৃথক ভাবে লড়বে।

প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি
Karnataka: BJP-র দ্বিতীয় তালিকাতেও বাদ একাধিক হেভিওয়েট, ফেসবুকে ক্ষোভ উগরে এক বিধায়কের দলত্যাগ
প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি
Karnataka: নজরে লিঙ্গায়েত ভোট, পরাজয়ের আশঙ্কায় ইয়েদুরিয়াপ্পার শরণে বিজেপি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in