তাঁকে উদ্দেশ্য করে 'কংগ্রেস ৯১ বার গালিগালাজ' করেছে বলে অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (P M Narendra Modi)। এবার তারই পালটা জবাব দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi)!
সোমবার, কর্ণাটকের তুমাকুরু জেলায় এক নির্বাচনী সভায় মোদীকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, 'নরেন্দ্র মোদীর বোঝা উচিত যে, কর্ণাটক নির্বাচন তাঁর জন্য নয়।'
মোদীকে সরাসারি চ্যালেঞ্জ ছুঁড়ে রাহুল বলেন, 'আপনি (মোদী) কর্ণাটকে নির্বাচনী প্রচারে আসেন কিন্তু কর্ণাটকের কথা বলেন না। আপনি নিজের কথা বলতেই ব্যস্ত থাকেন। গত তিন বছরে কর্ণাটকের জন্য আপনি কী করেছেন, তা আপনাকে বলতে হবে। কর্ণাটকের দুর্নীতি দমনে কী ব্যবস্থা নিয়েছেন, তা আপনাকে জানাতে হবে। শুধু তাই নয়, আগামী পাঁচ বছরে যুব সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য কী করবেন, সে কথা আপনার বক্তব্যে উঠে আসতে হবে।' এরপরেই রাহুল বলেন, 'এই নির্বাচনে আপনার ব্যক্তিগত কথা শোনার জন্য নয়। এই নির্বাচন কর্নাটকের জনগণ ও তাঁদের ভবিষ্যৎ নিয়ে।'
মোদীকে নিজের ঢাক পেটানো বন্ধের আর্জি জানিয়ে রাহুল বলেন, 'অন্তত, এক বা দুইবার বোম্মাই ও ইয়েদুরপ্পার নামও নেওয়ার চেষ্টা করুন, তারা খুশি হবেন।' তিনি বলেন, 'আমরা আমাদের সমস্ত নেতাদের নাম নিই। কিন্তু, আপনি (মোদী) যখন এখানে আসেন, আপনার মুখ্যমন্ত্রী (বাসভরাজ বোম্মাই) এবং (প্রাক্তন মুখ্যমন্ত্রী) বিএস ইয়েদুরপ্পার নামও নেন না। আপনার পুরো বক্তৃতা সবই নরেন্দ্র মোদীকে নিয়ে!'
বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেও সরব হয়েছেন রাহুল গান্ধী। গত তিন বছরে 'কর্ণাটকে বোম্মাই সরকারের সমস্ত কাজে ৪০ শতাংশ কাটমানি নেওয়ার' অভিযোগ তুলে তিনি বলেন, 'জনকল্যাণমূলক কাজ করার পরিবর্তে, তারা সাধারণ ও দরিদ্র মানুষের পকেট থেকে লুট করেছে।'
এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাহুল গান্ধী। 'ডবল ইঞ্জিন' সরকারের জবাবদিহিতার প্রশ্নে সোনিয়া-তনয় বলেন, 'এমন নয় যে প্রধানমন্ত্রী এই দুর্নীতি এবং ৪০ শতাংশ কাটমানি সম্পর্কে অবগত নন। তিনি সবকিছু জানেন... তাই প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন গত তিন বছরের এই লুটপাটের কথা জানা সত্ত্বেও, আপনি কি কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনি করেননি কেন? কর্ণাটকের জনগণের কাছে আপনাকে এর জবাব দেওয়া উচিত।'
প্রসঙ্গত, কয়েকদিন আগে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীকে 'বিষাক্ত সাপ'-এর সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপরে, পাল্টা হিসাবে সোনিয়া গান্ধীকে 'বিষ কন্যা' বলে তোপ দাগে বিজেপি। এই বিতর্ক এখানেই না থেমে, গত শনিবার, কর্ণাটকের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করে বলেন, 'আমাকে ৯১ বার গালিগালাজ করেছে কংগ্রেস।'
আর, এই অভিযোগকে কটাক্ষ করে প্রধানমন্ত্রীকে এক হাত নিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও। রবিবার, সোনিয়া-কন্যা বলেন, 'তবু তো ওগুলো (৯১টি অভিযোগ) একটা পাতায় ধরে যাবে। কিন্তু, কত বার আমার পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, তা যদি গুনে দেখেন, তবে বইয়ের পর বই প্রকাশ করা যাবে।'
তিনি বলেন, 'গত দুই-তিন দিন ধরে আমি যা দেখছি তা খুবই অদ্ভুত বিষয়। আমি অনেক প্রধানমন্ত্রীকে দেখেছি, ইন্দিরা জি (ইন্দিরা গান্ধী), যিনি এই দেশের জন্য বুলেট খেয়েছেন। আমি রাজীব গান্ধীকে দেখেছি, তিনিও দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমি পিভি নরসিমা রাও এবং মনমোহন সিংকে এই দেশের জন্য কঠোর পরিশ্রম করতে দেখেছি।'
'কিন্তু তিনি (মোদী) আমার দেখা প্রথম প্রধানমন্ত্রী, যিনি আপনাদের (জনগণের) সামনে এসে কাঁদছেন, এই বলে যে, তাঁকে অপমান করা হয়েছে। আসলে, তিনি আপনাদের দুঃখ শোনার পরিবর্তে, এখানে এসে নিজের (সমস্যার) কথা আপনাদের বলছেন।'
এখানেই থেমে না থেকে মোদীকে ব্যঙ্গ করে তিনি বলেন, 'তাঁর (মোদীর) অফিসে কেউ জনগণের সমস্যা নিয়ে নয়, কারা প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে সে বিষয়ে একটি তালিকা তৈরি করেছে।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন