Karnataka Polls: সোনিয়া গান্ধী 'বিষকন্যা' - খাড়গের মন্তব্যের জবাবে বিতর্কিত মন্তব্য BJP নেতার

সোনিয়া গান্ধীর বিরুদ্ধে দেশ ধ্বংস করার অভিযোগ এনে BJP নেতা বলেন, সোনিয়া গান্ধী পাকিস্তান, চীনের এজেন্টের মত কাজ করছেন। কংগ্রেস নেতৃত্ব প্রধানমন্ত্রীকে অবমাননা করছে কারণ তিনি একজন চা বিক্রেতা ছিলেন।
সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী ফাইল ছবি সংগৃহীত
Published on

দিনকয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বিষাক্ত সাপ’ বলে মন্তব্য করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবার খাড়গে-র মন্তব্যের পাল্টা হিসেবে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ‘বিষকন্যা’ বলে অভিহিত করলেন বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাসনগৌড়া পাতিল ইয়ানতাল। বৃহস্পতিবার সন্ধ্যেয় কোপ্পাল জেলার ইয়ালাবুরগা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে একথা বলেন বাসনগৌড়া।

গতকালের সভায় বিজেপি নেতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বনেতা হিসেবে মানুষ স্বীকৃতি দিয়েছে। কংগ্রেস কীভাবে তাঁকে ‘বিষাক্ত সাপ’-এর সঙ্গে তুলনা করে? আসলে কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীর সুরে সুর মিলিয়ে এই কথা বলছেন।

সোনিয়া গান্ধীর বিরুদ্ধে দেশ ধ্বংস করার অভিযোগ এনে বিজেপি নেতা বলেন, সোনিয়া গান্ধী পাকিস্তান এবং চীনের এজেন্টের মত কাজ করছেন। কংগ্রেস নেতৃত্ব প্রধানমন্ত্রী মোদীকে অবমাননা করছে কারণ তিনি একজন চা বিক্রেতা ছিলেন এবং সেখান থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। কংগ্রেস তাঁকে এই ভাষায় আক্রমণ করতে পারে না।

অন্যদিকে বিজেপি নেতা বাসনগৌড়া পাতিলের এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। শুক্রবার কংগ্রেসের পক্ষ থেকে সোনিয়া গান্ধীর উদ্দেশ্যে বাসনগৌড়া পাতিলের ‘বিষকন্যা’ মন্তব্যের জেরে তাঁকে দল থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন।  

কংগ্রেস সাধারণ সম্পাদক রণদীপ সিং সূরজেওয়ালা এই মন্তব্যে প্রসঙ্গে বলেন, কর্ণাটক বিজেপি এবং তাঁদের নেতৃত্ব মানসিক এবং রাজনৈতিক ভারসাম্য হারিয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে এবং মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সম্মতিতে বিজেপি নেতা ও প্রধানমন্ত্রীর পছন্দের বাসনগৌড়া পাতিল ইয়ানতাল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীকে বিষকন্যা এবং চীন ও পাকিস্তানের এজেন্ট বলেছেন। যা খুবই নিম্নরুচির পরিচয়।

আরও পড়ুন

সোনিয়া গান্ধী
Karnataka Polls: 'একটাও মুসলিম ভোট চাই না', বিতর্কিত মন্তব্য BJP-র প্রাক্তন মন্ত্রীর
সোনিয়া গান্ধী
Karnataka Polls: কর্ণাটকে জনমত সমীক্ষায় বিজেপির জয় দাবি - 'কোনো সমীক্ষা করেনি', জানালো BBC

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in