Karnataka Polls: কর্ণাটকে জনমত সমীক্ষায় বিজেপির জয় দাবি - 'কোনো সমীক্ষা করেনি', জানালো BBC

ইতিমধ্যেই এই ভুয়ো সমীক্ষা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় এই সমীক্ষার সমর্থনে একাধিক পোষ্ট করা হয়েছে এবং বলা হয়েছে – বিবিসির সার্ভে – কর্ণাটকে বিজেপি বিরাট আসন নিয়ে ক্ষমতায় ফিরছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - আকাশ
Published on

কর্ণাটক বিধানসভা নির্বাচন নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এক জনমত সমীক্ষার ফলাফল। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি ওই সমীক্ষা করেছে বলে দাবি করা হয়েছিল এবং জানানো হয়েছিল আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি ১৩০ থেকে ১৪২ আসনে জয়লাভ করতে চলেছে। যদিও ফ্যাক্ট চেক জানাচ্ছে বিবিসি এই ধরণের কোনো সমীক্ষা করেনি এবং এই সমীক্ষার ফলাফল হিসেবে যা প্রচারিত হচ্ছে তার সবটাই ভুয়ো।

ফ্যাক্ট চেকিং সংস্থা বুম-এর পক্ষ থেকে এই জনমত সমীক্ষা সংক্রান্ত বিষয়টি পরীক্ষা করে জানানো হয়েছে বিবিসি আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচন প্রসঙ্গে কোনো জনমত সমীক্ষা করেনি।

যদিও ইতিমধ্যেই এই ভুয়ো সমীক্ষা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় এই সমীক্ষার সমর্থনে একাধিক পোষ্ট করা হয়েছে এবং বলা হয়েছে – বিবিসির সার্ভে – কর্ণাটকে বিজেপি বিরাট আসন নিয়ে ক্ষমতায় ফিরছে। সার্ভে জানাচ্ছে কর্ণাটকে ক্ষমতাসীন দল ১৪০-এর বেশি আসন পাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় যে ভুয়ো সমীক্ষা ছড়িয়ে পড়েছে তাতে বলা হয়েছে বিজেপি ১৩০-১৪২ আসন পাবে। কংগ্রেস পেতে পারে ৫৮ থেকে ৬৬ আসন, জনতা দল (সেক্যুলার) ২২-২৯ আসন এবং অন্যান্যরা ১-৩ আসন। উল্লেখ্য, ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩ আসন।  

ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ব্যাপকভাবে এই ভুয়ো সমীক্ষার ফলাফল শেয়ার করা হয়েছে। যার সঙ্গে বিবিসি-র নাম করে একটি ইউআরএল শেয়ার করা হয়েছে। ঘটনাচক্রে সেই ইউআরএল বিবিসি হিন্দি-র। উল্লেখ্য, এবারই প্রথম নয়। এর আগেও ২০১৮ বিধানসভা নির্বাচনের সময় একইভাবে বিবিসির নামে ভুয়ো সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। সেবারও এই তথ্যের সত্যতা যাচাই করে বুম জানিয়েছিল এই সমীক্ষা রিপোর্ট ভুয়ো।

সেবার বিবিসির পক্ষ থেকে এই প্রসঙ্গে এক ট্যুইট বার্তায় জানানো হয়, “কর্ণাটক নির্বাচন প্রসঙ্গে এক ভুয়ো সমীক্ষা হোয়াটস অ্যাপে ছড়ানো হয়েছে এবং যাকে বিবিসির খবর বলা হয়েছে। আমরা খুব স্পষ্টভাবে জানাতে চাই এই সমীক্ষা সম্পূর্ণ ভুয়ো এবং বিবিসির পক্ষ থেকে এই ধরণের কোনো সমীক্ষা করা হয়নি। বিবিসি ভারতে কোনো নির্বাচনের আগে জনমত সমীক্ষা করে না।”

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in