আগামী ১০ মে, কর্ণাটকের বিধানসভা নির্বাচন। তার আগে বিভিন্ন সরকারী মঞ্চ ব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য খরচ করা হচ্ছে বিপুল পরিমাণে জনগণের করের টাকা! সোমবার, তথ্য জানার অধিকারে পাওয়া মোদীর নির্বাচনী প্রচারের খরচের তালিকা তুলে ধরে, এই দাবি করেছেন জনতা দল (সেকুলার) নেতা গুরুরাজ হানশাহিমারাদ।
জানা যাচ্ছে, গত ১২ মার্চ, কর্ণাটকের ভুবলি ধারওয়াড় জেলায় আইআাইটি’র নতুন ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন প্রধানমন্ত্রী মোদী। অনুষ্ঠানে বিজেপির সাফল্যের প্রচার করেন তিনি। এজন্য খরচ করা হয় বিপুল অর্থ।
হাববালি ধারাওয়াদ জেলার ডেপুটি কমিশনার অফিস সূত্রে মোদীর সভার খরচ সম্পর্কিত পাওয়া তথ্য উল্লেখ করে গুরুরাজ জানান, ১২ মার্চ কাম্পাসে মোদীর সভায় জমায়েতে লোক নিয়ে আসা ও পৌঁছে দেওয়ার জন্য কর্ণাটক রাষ্ট্রীয় পরিবহনের বাস ভাড়ায় খরচ হয়েছে ২.৮৯ কোটি টাকা।
সভায় স্টেজ, তাঁবু, শীততাপ নিয়ন্ত্রিত গ্রীনরুম বানাতে খরচ হযেছে ৪.৬৮ কোটি টাকা, খাওয়ার জন্য খরচ হয়েছে ৮৬ লক্ষ টাকা, মাইক লাইট এবং ক্লোজ সার্কিট টিভি এবং ব্যারিকেড বানাতে খরচ হযেছে ৪০ লক্ষ টাকা। এছাড়া ব্যানার, ফেস্টুন সহ প্রচারে খরচ হয়েছে ৬১ লক্ষ টাকা।
জনতা দল (সেকুলার) নেতা গুরুরাজ বলেন - ১২ মার্চ, মোদীর ১১০ মিনিটের সফরে সরকারিভাবে খরচ হয়েছে ৯.৪৯ কোটি টাকা। যা, হিসাব করলে দেখা যাবে মোদীর প্রতি মিনিটে দেশ সেবার ভাষণে খরচ হয়েছে ৮.৬২ লক্ষ টাকা।
এছাড়া, সভায় ৬০ হাজার লোক আনতে, মাথাপিছু খরচ ধরা হয়েছিল ১ হাজার টাকা।
জাতীয় সংবাদ মাধ্যম দি ওয়ার-কে গুরুরাজ বলেন, জেলার ডেপুটি কমিশনার মোদীর সভার জন্য সরকারি খরচের যে হিসাব দিয়েছেন তাতে দেখা গেছে, মোট খরচ ২০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
এদিন মোদীর বিপুল সরকারি খরচে দলীয় নির্বাচনী প্রচারের তীব্র সমালোচনা করে JD(S) নেতা গুরুরাজ বলেন, সরকারি ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে এসে দলের প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী। মোদী নিজেই তার অনুষ্ঠানে সরকারি খরচের অপব্যয় করছেন।
বিরোধীরা অভিযোগ করেছেন, দক্ষিণ ভারতে নির্বাচনী প্রচারের সঙ্গে বিভিন্ন সরকারি অনুষ্ঠানকে জুড়ে দিয়ে প্রচার চালাচ্ছেন। উদাহরণ হিসাবে বান্দিপুর বন্যপ্রানী সংরক্ষন অঞ্চল, মুদূমালাই ব্যাঘ্র প্রকল্প, হায়দ্রাবাদে নতুন ট্রেন উদ্বোধনী অনুষ্ঠান, চেন্নাইয়ে বিমানবন্দর উদ্বোধনী অনুষ্ঠানের কথা তুলে ধরেছেন তাঁরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন