অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসে যোগ দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার। ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে যে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি, তাতে জায়গা পাননি শেত্তার। এর জেরেই ক্ষুব্ধ হয়ে গতকাল বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি ছেড়েছেন তিনি।
বিশিষ্ট লিঙ্গায়ত নেতা জগদীশ শেত্তার গতকাল গভীর রাতেই কংগ্রেসের সিনিয়র নেতাদের সাথে দেখা করতে একটি বিশেষ হেলিকপ্টারে হুবলি থেকে বেঙ্গালুরুতে যান। সেখানে কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা, প্রদেশ সভাপতি ডি কে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সাথে বইথক করেন তিনি। এরপরই কংগ্রেসে যোগদান করেন তিনি।
কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে শেত্তারের হাতে দলীয় পতাকা তুলে দেন। কংগ্রেসে যোগদানের পর শেত্তার বলেন, "একজন সিনিয়র নেতা হিসাবে আমি ভেবেছিলাম, বিজেপি আমাকে টিকিট দেবে। কিন্তু যখন আমি জানলাম যে আমি টিকিট পাচ্ছি না, আমি খুব হতবাক হয়েছিলাম। কেউ আমার সাথে কথা বলেনি বা বোঝানোর চেষ্টাও করেনি। আমার সাথে খারাপ ব্যবহার করা হয়েছিল।“
তিনি আরও বলেন, "আমি যে দলটি তৈরি করেছি, সেখান থেকে জোর করে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি কংগ্রেসের আদর্শ ও নীতি মেনে নিয়ে এই দলে যোগ দিচ্ছি।"
প্রার্থী ঘোষণার পর এই নিয়ে রাজ্যের দ্বিতীয় কোনও প্রমিনেন্ট নেতা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। এর আগে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন