কেরলে সম্মুখ সমরে বাম এবং কংগ্রেস। “আলাপুঝাতে ভেনুগোপাল হেরে যাবেন”, সোমবার এমনই দাবি করেন কেরালা সিপিআইএম-এর রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন। উল্লেখ্য, আসন্ন লোকসভায় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল কেরালার আলাপুঝা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোমবার গোবিন্দন বলেন, “২০১৯ সালের লোকসভা ভোটে শুধুমাত্র আলাপুঝা থেকে সিপিআইএম জিতেছিল এবং এবারও আমাদের প্রার্থী বিদায়ী সাংসদ এ এম আরিফ জয়ী হবেন। ভেনুগোপাল হেরে যাবেন।“ উল্লেখ্য, এবার আলাপুঝাতে সিপিআইএমের প্রার্থী হয়েছেন এ এম আরিফ।
৯ মার্চ লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে কংগ্রেস। মোট ৩৯ জনের সেই তালিকায় কেরলের ১৬টি কেন্দ্রের নাম রয়েছে। দলের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল কেরালার আলাপুঝা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০০৯ এবং ২০১৪ সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। ২০১৯ সালে ভোটে লড়েননি তিনি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে, আলাপুঝা জেলার আরুর কেন্দ্রের বিধায়ক এ এম আরিফ কংগ্রেস নেতা শানিমল উসমানকে পরাজিত করে সাংসদ হন। সেবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ কেরালার ২০ টি আসনের মধ্যে ১৯ টিতেই জিতেছিল। একটি মাত্র আসন, আলাপুঝাতে জিতেছিল সিপিআইএম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন