‘দুর্নীতির ভারে নুয়ে পড়া কেন্দ্র সরকারকে উৎখাতের ডাক দিয়ে’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনকল্যাণমূলক প্রকল্পের প্রচার করছে বিজেপি! হাস্যকর এই ঘটনায় তীব্র অস্বস্তিতে কেরল বিজেপি ইউনিট।
লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী মোদীর জনকল্যাণমূলক প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য রাজ্যব্যাপী পদযাত্রা-কর্মসূচী নিয়েছে কেরল বিজেপি। এই কর্মসূচীতে ব্যাকগ্রাউন্ড গান হিসেবে ব্যবহার করা হয়েছে একটি মালয়ালম গান যেখানে বলা হয়েছে, “দুর্নীতির জন্য বিখ্যাত কেন্দ্রীয় সরকারকে ধ্বংস করতে আমাদের সাথে হাত মেলান।“
সোশ্যাল মিডিয়ায় এই গান সহ কেরল বিজেপির পদযাত্রার ভিডিও ভাইরাল হয়। নেটিজেনদের হাস্যকর মন্তব্যের পর বিষয়টি নজরে আসে দলের রাজ্য নেতৃত্বের। সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড জানিয়েছে, এই কাণ্ডের জন্য দায়ী রাজ্য আইটি সেলের নেতাদের কাছ থেকে জবাব তলব করেছে শীর্ষ নেতৃত্ব।
বিষয়টি নিয়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন কেরল বিজেপির ইনচার্জ প্রকাশ জাভড়েকর। বৃহস্পতিবার তিনি বলেন, “২০১৩ সালে ইউপিএ সরকারের বিরুদ্ধে একটি গান তৈরি করা হয়েছিল। সেইগান ভুলভাবে কেরল বিজেপির পদযাত্রার সময় বাজানো হয়েছে। এ ধরনের ভুল মিডিয়াসহ যেকোনো প্রতিষ্ঠানেই হয়ে থাকে।“
তিনি আরও বলেন, “২০১৯ সালে অনেক কেরালাবাসী বিশ্বাস করেছিলেন যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এখন সকল কেরলবাসীই মনে করেন যে ২০২৪ সালে আবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। এর কারণ দেশের অগ্রগতি এবং কেরালায় কোনও বৈষম্য ছাড়াই গৃহীত নির্দিষ্ট সামাজিক কল্যাণমূলক পদক্ষেপ।“
এই ভিডিও ছাড়াও কেরল বিজেপি সভাপতি কে. সুরেন্দ্রনের একটি পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে বলা হয়েছে সুরেন্দ্রন রাজ্যের “এসসি ও এসটি নেতাদের" সাথে মধ্যাহ্নভোজ করবেন। নেটিজেনদের মতে, কেরালা এমন একটি রাজ্যে যেখানে জাতপাতের কোনও ভেদাভেদ নেই। সেখানে এই ধরণের পোস্টারের মাধ্যমে দলিত এবং আদিবাসীদের প্রতি অবজ্ঞা করা হচ্ছে।
কে সুরেন্দ্রনের নেতৃত্বে এই পদযাত্রা আগামী ২৭ ফেব্রুয়ারি তিরুবনন্তপুরমে শেষ হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন