আগামী ২৫ মে শনিবার ষষ্ঠ দফায় বাংলায় আটটি কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। এই পর্বে মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এডিআরের তথ্য অনুযায়ী, এই ৭৯ জন প্রার্থীর মধ্যে ২১ জন কোটিপতি।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, এই পর্বে কোটিপতিদের মধ্যে সাত জন বিজেপি প্রার্থী, ছ’জন তৃণমূল প্রার্থী এবং দু’জন সিপিআইএম প্রার্থী রয়েছেন। রিপোর্ট অনুযায়ী, এই পর্বে রয়েছেন গরিব প্রার্থীও। রিপোর্ট অনুযায়ী, প্রতি তিনজন প্রার্থীর মধ্যে একজন কোটিপতি।
ষষ্ঠ পর্বে সবথেকে ধনী প্রার্থী ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৭ কোটি টাকার বেশি। চলতি লোকসভার প্রার্থী হওয়ার পাশাপাশি তিনি ওই কেন্দ্রের দু’বারের সাংসদও। দেবের বিরুদ্ধে ঘাটালে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আর এক অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ।
এই পর্বে দ্বিতীয় ধনী প্রার্থী হলেন বাঁকুড়ার তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী। নির্বাচনী হলফনামা অনুযায়ী যাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৭ কোটি টাকা।
ষষ্ঠ দফা ভোটে তৃতীয় ধনী প্রার্থী হলেন কাঁথির কংগ্রেস প্রার্থী উর্বশী বন্দ্যোপাধ্যায়। যাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬ কোটি টাকা।
ষষ্ঠ পর্বে আরও দু’জন ধনী প্রার্থী হলেন তৃণমূলের জুন মালিয়া এবং বিজেপির অগ্নিমিত্রা পাল। মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে যাঁরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, এই পর্বে সবথেকে গরিব প্রার্থী হলেন বিএসপি প্রার্থী জয়দেব ধনক। ২৭ বছর বয়সী এই প্রার্থী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। তাঁর বিরুদ্ধে ওই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির সৌমিত্র খাঁ, যাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকা। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজাতা মন্ডল, যাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯১ লক্ষ টাকা। এবং ওই কেন্দ্রে সিপিআইএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শীতল চন্দ্র কৈবর্ত্য, যাঁর মোটি সম্পত্তির পরিমাণ ৯৮ লক্ষ টাকা।
এই পর্বে দ্বিতীয় গরিব প্রার্থী হলেন নির্দল প্রার্থী সঞ্জীব দে। যাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৩,০৫৬ টাকা। জানা গেছে, সঞ্জীব কলকাতা পুরসভার ড্রেনের পাম্পিং কর্মী ছিলেন। এবং এই পর্বে তৃতীয় স্থানে আছেন পুরুলিয়ার নির্দল প্রার্থী অজিত মাহাতো, যাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫ হাজার টাকা।
ষষ্ঠ দফায় আগামী ২৫ মে নির্বাচন হতে চলেছে - তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন