হেমন্ত সোরেন, উদ্ধব ঠাকরে এবং একনাথ সিং
হেমন্ত সোরেন, উদ্ধব ঠাকরে এবং একনাথ সিংফাইল ছবি

Assembly Polls 24: আমার কাছে মূল ইস্যু শিক্ষা - জানালেন সুভাষ ঘাই, মেয়ের সাথে ভোট দিলেন গুলজারও

People's Reporter: একনাথ শিন্ডে লড়াই করছেন কোপরি-পাচপাখাড়ি কেন্দ্র থেকে। অজিত পওয়ার লড়ছেন নিজের পুরনো কেন্দ্র বারামতীতে। নাগপুর দক্ষিণ-পশ্চিম থেকে লড়ছেন দেবেন্দ্র ফডণবীস।

আমার কাছে মূল ইস্যু শিক্ষা - সবাইকে ভোট দেবার আবেদন জানিয়ে বললেন সুভাষ ঘাই

বুধবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সুভাষ ঘাই। এদিন ভোট দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি মহারাষ্ট্রের প্রতিটি সাধারণ মানুষকে বলতে চাই যে ভোট দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তাই আমি সকলের কাছে ভোট দেবার আবেদন জানাচ্ছি। তাঁরা যাকে খুশি ভোট দিন কিন্তু নিজের ভোট দিন। আমার কাছে প্রধান ইস্যু শিক্ষা। আমি তেমন কাউকেই ভোট দেব যিনি মহারাষ্ট্রের উন্নতির কথা বলবেন এবং রাজ্যের শিশুদের উন্নতির চেষ্টা করবেন। আমি আবারও সাধারণ মানুষকে বলবো, গড়িমসি করবেন না, এগিয়ে আসুন। নয়তো পরে সোশ্যাল মিডিয়ায় গিয়ে কথা বলার কোনও অধিকার আপনার থাকবে না। নিজের রাজ্য মহারাষ্ট্রের সঙ্গে প্রতারণা করবেন না।

ঝাড়খন্ডে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়লো ৬৭.৫৯%

ঝাড়খন্ডে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৭.৫৯%। যার মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে জামতাড়া জেলায়। ৭৬.১৬%।

বিকেল ৫টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়লো ৫৮.২২%

ভারতের নির্বাচন কমিশনের ভোটার টার্ন আউট অ্যাপ অনুসারে বিকেল ৫টা পর্যন্ত মহারাষ্ট্রের ২৮৮ আসনে ভোট পড়েছে ৫৮.২২ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে গড়চিরোলি জেলায় - ৬৯.৬৩%।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন - একনজরে

মহারাষ্ট্রে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে ১৪৯ আসনে।

এনসিপি (এসপি) ৮৬ আসনে।

শিবসেনা (ইউবিটি) ৯৫ আসনে।

কংগ্রেস ১০১ আসনে।

শিবসেনা (শিন্ধে) ৮১ আসনে।

এনসিপি (অজিত পাওয়ার) ৫৯ আসনে।

এই নির্বাচনে বিজেপির ৪৩ জন বিক্ষুব্ধ প্রার্থী, শিবসেনা (শিন্ধে) গোষ্ঠীর ১০ জন এবং এনসিপি (এসপি) গোষ্ঠীর ১৪ জন বিক্ষুব্ধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেষ লগ্নে ভোট, সন্ধ্যে সাড়ে ৬টায় বুথ ফেরত সমীক্ষার ফল

মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রায় শেষ লগ্নে। এরপরেই সন্ধ্যে সাড়ে ৬টা থেকে শুরু হবে বুথফেরত সমীক্ষার ফলাফল সামনে আসা। মহারাষ্ট্র, ঝাড়খন্ড সহ অন্যান্য রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষিত হবে আগামী শনিবার ২৩ নভেম্বর।

জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ এর ধারা ১২৬এ-র অধীনে, সংশ্লিষ্ট রাজ্যে ভোটের চূড়ান্ত পর্ব শেষ না হওয়া পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা পরিচালনা বা প্রচার করা যায় না।

মহারাষ্ট্র বিধানসভার ২৮৮ আসনে ভোটগ্রহণ হচ্ছে একই পর্বে। অন্যদিকে আজই ৮১ আসন বিশিষ্ট ঝাড়খন্ড বিধানসভার ৩৮ আসনের জন্য দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে।

এছাড়াও পাঞ্জাবের ৪, উত্তরপ্রদেশের ৯, কেরালার ১ এবং উত্তরাখন্ডের ১ আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। ভোটগ্রহণ হচ্ছে নান্দেদ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও।

আমি প্রতিবার আমার ভোট দিই, আপনারাও আসুন, ভোট দিন - আবেদন অনুপম খেরের

ভোট দেবার পর অনুপম খের
ভোট দেবার পর অনুপম খেরছবি এক্স হ্যান্ডেলের ভিডিও থেকে স্ক্রীনশট

আমি প্রতিবার আমার ভোট দিই এবং আমার দায়িত্ব ও অধিকার অনুভব করি। যখন আমরা আমাদের অধিকার দাবি করি তখন আমাদের পছন্দ মত প্রতিনিধি নির্বাচন করাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমি প্রথমবার ভোটাধিকার পাওয়া যুবক যুবতীদের জানাতে চাই যে আপনারা বেরিয়ে আসুন, ভোট দিন। বুধবার ভোট দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন বিশিষ্ট অভিনেতা অনুপম খের।

উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, কেরালা, উত্তরাখন্ডে

বুধবার ঝাড়খন্ড এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের সাথে বিভিন্ন রাজ্যে চলছে উপনির্বাচন।

বিকেল ৩টে পর্যন্ত কেরালার পালাক্কাড কেন্দ্রে ভোট পড়েছে ৫৪.১১%।

পাঞ্জাবের ডেরা বাবা নানক কেন্দ্রে ভোট পড়েছে ৫২.২০%।

বারনালা কেন্দ্রে ৪০%।

ছাবেওয়াল কেন্দ্রে ৪০.২৫%।

গিদ্দেরবাহা কেন্দ্রে ৬৫.৮০%।

উত্তরপ্রদেশের কুন্দকারিতে ভোট পড়েছে ৫০.০৩%।

কারহাল কেন্দ্রে ৪৪.৭০%।

কাটেহারি কেন্দ্রে ৪৯.২৯%।

গাজিয়াবাদ কেন্দ্রে ২৭.৪৪%।

সিসামৌ কেন্দ্রে ৪০.২৯%।

মাঝাওয়ান কেন্দ্রে ৪৩.৬৪%।

খাইর কেন্দ্রে ৩৯.৮৬%।

ফুলপুর কেন্দ্রে ৩৬.৫৮%।

উত্তরাখন্ডের কেদারনাথ কেন্দ্রে বিকেল ৩টে পর্যন্ত ভোটে পড়েছে ৪৭%।

মহারাষ্ট্রে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়লো ৪৫.৫৩%

নির্বাচন কমিশনের ভোটার টার্ন আউট অ্যাপ-এর তথ্য অনুসারে মহারাষ্ট্রের ২৮৮ আসনে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৪৫.৫৩%। সবথেকে বেশি ভোট পড়েছে গড়চিরোলি জেলায় - ৬২.৯৯%।

মহারাষ্ট্রের নান্দেদ লোকসভা আসনের উপনির্বাচনে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৪১.৫৮%।

ঝাড়খন্ডে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬১.৪৭%

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে বুধবার বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬১.৪৭%। নির্বাচন কমিশনের ভোটার টার্ন আউট অ্যাপ অনুসারে বিকেল ৩ টে পর্যন্ত -

বোকারো জেলায় ভোট পড়েছে ৫৬.৩৮%।

দেওঘরে ৬৪.৫৫%।

ধানবাদে ৫৬.৩২%।

দুমকায় ৬৪.৭৯%।

গিরিডিতে ৬০.৫৭%।

গোড্ডাতে ৬২.৯১%।

হাজারিবাগে ৫৮.১৬%।

জামতাড়াতে ৬৮.২৪%।

পাকুড়ে ৬৯.৩১%।

রামগড়ে ৬৬.০২%।

রাঁচিতে ৬৫.৮৪%।

সাহেবগঞ্জে ৬০.০৮%।

সংবাদমাধ্যমের উচিত মানুষকে ভোটদানে উৎসাহিত করা - গুলজার

ভোট গ্রহণ কেন্দ্রে গুলজার
ভোট গ্রহণ কেন্দ্রে গুলজারছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

মানুষ ১৮ বছর বয়েস হবার জন্য অপেক্ষা করে, যাতে তারা ভোট দেবার অধিকার অর্জন করতে পারে। একটা সরকার নির্বাচিত করা তাদের অধিকার। সংবাদমাধ্যমের উচিত মানুষকে ভোটদানে উৎসাহিত করা। সাধারণ মানুষের কোনও প্রলোভনের সামনে মাথা নিচু করা উচিত নয়, তাদের প্রকৃত ইস্যুগুলোকে বোঝা উচিত। বুধবার সকালে ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন প্রবীণ গীতিকার গুলজার। এদিন তিনি তাঁর মেয়ে মেঘনা গুলজারের সঙ্গে ভোট দিতে আসেন।

সকাল ১১টা পর্যন্ত ঝাড়খণ্ডে ভোটের হার ৩১.৩৭%

ভারতের নির্বাচন কমিশনের ভোটার টার্ন আউট অ্যাপ অনুসারে বেলা ১১টা পর্যন্ত ঝাড়খণ্ডে ভোটের হার ৩১.৩৭%। বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় ৩৮ আসনে ভোটগ্রহণ চলছে। যার মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে পাকুড় জেলায়। ৩৫.১৫%।

সকাল ১১টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোটের হার ১৮.১৪%

ভারতের নির্বাচন কমিশনের ভোটার টার্ন আউট অ্যাপ-এর তথ্য অনুসারে সকাল ১১টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে ১৮.১৪%। যার মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে গড়চিরোলী জেলায়। প্রায় ৩০%।

বিজেপি শুধু বিভাজনের রাজনীতি করে - কল্পনা সোরেন

ভোটকেন্দ্রে কল্পনা সোরেন
ভোটকেন্দ্রে কল্পনা সোরেন ছবি কল্পনা সোরেনের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত

ঝাড়খন্ড রাজ্য হবার পর এই প্রথম মহিলাদের যে সম্মান পাওয়া উচিত তাঁরা সেই সম্মান পাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত সোরেন খুব ভালো কাজ করছেন। অন্যদিকে বিজেপি উন্নয়নের বিষয়ে কোনও কথা বলছে না। তারা শুধু মানুষে মানুষে বিভাজন চাইছে। বুধবার একথা জানালেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। তিনি রাজ্যের গান্ডে কেন্দ্রের জেএমএম প্রার্থী। আজ ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় ৩৮ আসনের জন্য ভোটগ্রহণ চলছে।

আজ উৎসবের দিন, এই উৎসব গণতন্ত্রকে শক্তিশালী করবে - একনাথ শিন্ধে

ভোট দেবার পর সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ধে
ভোট দেবার পর সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ধেছবি একনাথ শিন্ধের এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রীনশট

আজ খুব গুরুত্বপূর্ণ একটা দিন এবং উৎসবের দিন। যে দিন গণতন্ত্রের জন্য উৎসর্গীকৃত। আজকের দিন গণতন্ত্রকে শক্তিশালী করবে। সকলের এই উৎসবে অংশ নেওয়া উচিত। বুধবার ভোট দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ধে।

দুর্নীতিগ্রস্ত বিজেপিকে উচিত শিক্ষা দেওয়া হবে - নানা পাটোলে

দুর্নীতিগ্রস্ত বিজেপিকে উচিত শিক্ষা দেওয়া হবে। সারা দেশ আমাকে চেনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমাকে চেনেন। কিন্তু বিজেপি হেরে যাবার ভয়ে এইধরণের কথা বলছে। গতকালই বিজেপি নেতা বিনোদ তাওড়ে টাকা বিলি করার সময় ধরা পড়েছেন। দেবেন্দ্র ফড়নবীশের সহায়কের কাছ থেকে মদ পাওয়া গেছে। এঁরা মহারাষ্ট্রে ভোট জিহাদ এবং মদ জিহাদ করছে। মহারাষ্ট্রে এবার মহা বিকাশ আঘাদির সরকার আসছে। দুর্নীতিগ্রস্ত বিজেপিকে উচিত শিক্ষা দেওয়া হবে। বুধবার ভোট দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে বিজেপির আনা অভিযোগের উত্তরে একথা জানান মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি নানা পাটোলে।   

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোটদানের হার - একনজরে

২০০৪-এর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৬৩.৪%।

২০০৯-এর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৫৯.৬%।

২০১৪-এর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৬৩.০৮%।

২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৬১.১%।

২৩ তারিখেই জানা যাবে মানুষ কাদের সরকার গঠনের দায়িত্ব দিয়েছে - শারদ পাওয়ার

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিলেন শারদ পাওয়ার
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিলেন শারদ পাওয়ারছবি এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিলেন এনসিপি (এসপি)-র বর্ষীয়ান নেতা শারদ পাওয়ার। এদিন ভোট দেবার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মানুষ অবশ্যই ভোট দেবে এবং আমি বিশ্বাস করি মহারাষ্ট্রের বিপুল সংখ্যক মানুষ এবার শান্তিপূর্ণভাবে ভোট দেবে। ২৩ নভেম্বরের পর মানুষ কাদের সরকার গঠনের দায়িত্ব দিয়েছে তা স্পষ্ট হয়ে যাবে।

মহারাষ্ট্রে সরকার গড়বে মহা বিকাশ আঘাদি - রীতেশ দেশমুখ

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিলেন বলিউড তারকা রীতেশ দেশমুখ এবং তাঁর স্ত্রী জেনেলিয়া ডি সুজা। এদিন ভোট দেবার পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মহারাষ্ট্রে সরকার গড়বে এমভিএ। আমার সব সাথীরা নির্বাচনে জয়ী হতে চলেছেন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচারেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন দেশমুখ।

ঝাড়খন্ডে ভোট পড়েছে ১২.৭১%

বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় ৩৮ আসনের জন্য ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১২.৭১%।

মহারাষ্ট্রে ভোট পড়েছে ৬.৬১%

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে সকাল ৯টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে ৬.৬১%। আজ মহারাষ্ট্রের ২৮৮ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

উত্তরপ্রদেশের ন’টি বিধানসভায় উপনির্বাচন চলছে

মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ভোটের পাশাপাশি উত্তরপ্রদেশের ন’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আজ। এছাড়াও পঞ্জাবের চারটি, কেরল এবং উত্তরাখণ্ডের একটি করে বিধানসভা আসনেও ভোটগ্রহণ। মহারাষ্ট্রের নান্দেড় লোকসভা আসনেও উপনির্বাচন। এই কেন্দ্রের কংগ্রেস সাংসদের সম্প্রতি মৃত্যু হয়েছে।

নজরে গুরুত্বপূর্ণ প্রার্থীরা

মহারাষ্ট্রের মোট ৪১৩৬ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ হচ্ছে আজ। একাধিক হেভিওয়েট প্রার্থী লড়াইয়ের ময়দানে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে লড়াই করছেন কোপরি-পাচপাখাড়ি কেন্দ্র থেকে। অজিত পওয়ার লড়ছেন নিজের পুরনো কেন্দ্র বারামতীতে। এই কেন্দ্রে বিরোধী জোটের প্রার্থী অজিত পাওয়ারের ভাইপো তথা শরদ পাওয়ারের নাতি যুগেন্দ্র পাওয়ার। নাগপুর দক্ষিণ-পশ্চিম থেকে লড়ছেন দেবেন্দ্র ফডণবীস। উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য লড়ছেন ওরলি কেন্দ্র থেকে। প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে সাকোলি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। প্রথমবার লড়াইয়ের ময়দানে নেমেছেন এমএনএস প্রধান রাজ ঠাকরের ছেলে অমিত, যিনি মাহিম কেন্দ্র থেকে লড়ছেন

ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোটে ৫০০ জনের বেশি প্রার্থীর ভাগ্যনির্ধারণ হচ্ছে। সেই তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, যিনি বরহেট কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লড়াইয়ে রয়েছেন তাঁর স্ত্রী কল্পনা সোরেনও। গাঁডেয় থেকে লড়ছেন তিনি। হেমন্ত সোরেনের ভাই বসন্ত প্রার্থী হয়েছেন দুমকা কেন্দ্রে। বিজেপির টিকিটে জামতাড়া থেকে লড়ছেন হেমন্ত সোরেনের বৌদি গীতা সোরেন। বিজেপির রাজ্য সভাপতি বাবুলাল মরান্ডি লড়ছেন ধনওয়ার কেন্দ্র থেকে।

ভোট গ্রহণ শুরু মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে

বিধানসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে। মহারাষ্ট্রে এক দফাতেই ২৮৮ কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। ঝাড়খণ্ডের আজ শেষ দফায় ৩৮টি কেন্দ্রে নির্বাচন। গত ১৩ নভেম্বর প্রথম দফায় ৪৩ আসনে ভোটগ্রহণ হয়েছে এখানে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in