Lok Sabha Polls 24: গুজরাটে নির্বাচন চলাকালীন বুথে ঢুকে EVM নিয়ে লাইভ স্ট্রিম! গ্রেফতার বিজেপি নেতা

People's Reporter: ঘটনাটি ঘটেছে গুজরাটের দাহোদে। অভিযোগ, গত ৭ মে দেশে তৃতীয় দফার নির্বাচন চলাকালীন বুথে ঢুকে ইভিএম নিয়ে দীর্ঘক্ষণ ইনস্টাগ্রামে লাইভ ভিডিও করেছিলেন বিজয় ভাভোর।
Lok Sabha Polls 24: গুজরাটে নির্বাচন চলাকালীন বুথে ঢুকে EVM নিয়ে লাইভ স্ট্রিম! গ্রেফতার বিজেপি নেতা
ছবি - সংগৃহীত
Published on

নির্বাচন চলাকালীন বুথের মধ্যে লাইভ স্ট্রিম করেছিলেন গুজরাটের এক বিজেপি নেতা। অভিযুক্ত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কংগ্রেসের অভিযোগ, বিজেপি সাধারণ মানুষের ভোটদানে বাধা সৃষ্টি করছে। এটা সংবিধান বিরোধী।

ঘটনাটি ঘটেছে গুজরাটের দাহোদে। অভিযোগ, গত ৭ মে দেশে তৃতীয় দফার নির্বাচন চলাকালীন বুথে ঢুকে ইভিএম নিয়ে দীর্ঘক্ষণ ইনস্টাগ্রামে লাইভ ভিডিও করেছিলেন বিজয় ভাভোর। যিনি রাজ্যের বিজেপি নেতা রমেশ ভাভোরের পুত্র। লাইভ ভিডিওটি দেখে পুলিশ বিজয়কে গ্রেফতার করেছে। পাশাপাশি বিজেপির এক এজেন্টকেও আটক করা হয়েছে বলেই খবর।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওটিতে বিজেপি নেতার ছেলেকে ইভিএম-এ ভুয়ো ভোট দিতে দেখা যায়। শুধু তাই নয়, কর্মকর্তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায়। দলীয় এজেন্টও বিজেপি নেতার ছেলেকে সমর্থন করছিলেন। রীতিমতো বুথের ভিতর পরিস্থিতি অশান্ত করেছিলেন ওই দুজন।

গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রভা তাভিয়াদ। তিনি পুনর্নিবাচনেরও দাবি জানিয়েছেন। পাশাপাশি কংগ্রেস গুজরাটের মুখপাত্র মণীশ দোশি অভিযোগ করেন, বিজেপি জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। একাধিক জায়গায় ভোটারদের ভোটদানে বাধা দিয়েছে। এই ভাবে সাংবিধানিক অধিকারকে কেউ খর্ব করতে পারে না।

Lok Sabha Polls 24: গুজরাটে নির্বাচন চলাকালীন বুথে ঢুকে EVM নিয়ে লাইভ স্ট্রিম! গ্রেফতার বিজেপি নেতা
Priyanka Gandhi: আপনাদের দৌড় করাবো, বকবো, কিন্তু শক্তভাবে পাশে দাঁড়াবো - কর্মীদের বার্তা প্রিয়ঙ্কার
Lok Sabha Polls 24: গুজরাটে নির্বাচন চলাকালীন বুথে ঢুকে EVM নিয়ে লাইভ স্ট্রিম! গ্রেফতার বিজেপি নেতা
সন্দেশখালি নিয়ে স্লোগান দিতেই মেজাজ হারালেন শুভেন্দু! ব্যবহার করেন অশালীন শব্দবন্ধ, ভাইরাল ভিডিও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in