চতুর্থ দফার নির্বাচনে রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রের বিকেল ৫টা পর্যন্ত সামগ্রিক ভোটদানের হার ৭৫.৬৬ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রে খবর, সব থেকে বেশি ভোট পড়েছে বোলপুরে, ৭৭.৭৭ শতাংশ। এরপর রয়েছে রানাঘাট, সেখানে ভোট পড়েছে ৭৭.৪৬ শতাংশ। বহরমপুরে ৭৫.৩৬ শতাংশ ভোট পড়েছে। বীরভূমে ৭৫.৪৫ শতাংশ, বর্ধমান দুর্গাপুরে ৭৫.০২ শতাংশ, কৃষ্ণনগরে ৭৭.২৭ শতাংশ, বর্ধমান পূর্বে ৭৭.৩৬ শতাংশ এবং আসানসোলে ৬৯.৪৩ শতাংশ ভোট পড়েছে।
বহরমপুরের নওদায় কংগ্রেসের হামলায় এক তৃণমূল কর্মীর কান কাটল বলে অভিযোগ উঠেছে। আহত তৃণমূল কর্মীর নাম মোহাম্মদ হাসিবুল। নওদার মাড্ডা গ্রাম পঞ্চায়েতের দলুয়া গ্রামের বাসিন্দা তিনি। তৃণমূলে ভোট দেওয়ার ‘অপরাধে’ তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
বহরমপুরে কোন কোন বুথে ছাপ্পা হয়েছে জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে কংগ্রেস। সেই বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে।
ভরতপুরের শেখ পাড়ার সালার ইস্ট প্রাথমিক বিদ্যালয়ের ১৬১ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসারের সামনেই দেদার ছাপ্পা দিচ্ছিলেন তৃণমূল এজেন্ট। সংবাদমাধ্যমের ক্যামেরাতে ধরা পড়ে সমস্ত ঘটনা। কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে প্রিসাইডিং অফিসারকে সরিয়েছে কমিশন। (বিস্তারিত পড়ুন)
মন্তেশ্বরের পর কালনাতে ফের দিলীপ ঘোষের কনভয়ে হামলার ঘটনা ঘটলো। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। ভাঙচুর করা হয় গাড়ির কাচ। ইটের আঘাতে দিলীপ ঘোষের দুই নিরাপত্তা রক্ষী গুরুতর জখম হয়েছেন। অভিযুক্ত তৃণমূল।
চতুর্থ দফার নির্বাচনে রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রের দুপুর ১টা পর্যন্ত সামগ্রিক ভোটদানের হার ৫১.৮৭ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রে খবর, বহরমপুরকে ছাপিয়ে সব থেকে বেশি ভোট পড়েছে বর্ধমান পূর্বে, ৫৫.৮৭ শতাংশ। বোলপুরে ভোট পড়েছে ৫৪.৮১ শতাংশ। বীরভূমে ৪৯.৬৩ শতাংশ, বহরমপুরে ৫২.২৭ শতাংশ, বর্ধমান দুর্গাপুরে ৫০.৩০ শতাংশ, কৃষ্ণনগরে ৪৯.৭২ শতাংশ, রানাঘাটে ৫২.৭০ শতাংশ এবং আসানসোলে ৪৯.৫৫ শতাংশ ভোট পড়েছে।
রণক্ষেত্র মন্তেশ্বর। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কেউ কেউ গাড়ির সামনে শুয়ে পড়েন। তাঁর কনভয়ে কিছু গাড়ির কাচ ভাঙা হয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী। রিপোর্ট চাইল কমিশন।
ভোট বয়কট করেছেন পূর্ব বর্ধমানের মেমারির বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামের বাসিন্দারা। পাকা সেতু এবং রাস্তার দাবিতে ভোট বয়কট করেছেন তাঁরা। ভোট ঘোষণা হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কোনও রাজনৈতিক দলকে প্রচার করতেও দেওয়া হয়নি সেখানে।
শান্তিনিকেতনের লোহারগ্রামে ভুয়ো ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। পোলিং এজেন্ট বিষয়টি ধরে ফেলার পর গোলমাল হয়। এক ঘণ্টা ধরে বন্ধ রয়েছে ভোটগ্রহণ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
ভোট চলাকালীন বীরভূমের ইলামবাজারের ২৫ নম্বর বুথ থেকে সরিয়ে দেওয়া হল প্রিসাইডিং অফিসারকে। ওই বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। ওয়েব কাস্টিং ব্যবস্থায় তা দেখে নির্বাচন কমিশনও। এক ব্যক্তিকে বারবার বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করতে দেখা যায়। প্রিসাইডিং অফিসার কোনও বাধা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিল কমিশন। (বিস্তারিত পড়ুন)
বহরমপুরের বড়ঞার হরিবাটি শিশুশিক্ষা কেন্দ্রের ৫১ ও ৫২ নম্বর বুথে কংগ্রেস এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে এক তৃণমূল কর্মীকে সপাটে চড় মারেন এক পুলিশ আধিকারিক বলে জানা গেছে। (বিস্তারিত পড়ুন)
চতুর্থ দফার নির্বাচনে রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রের বেলা ১১'টা পর্যন্ত সামগ্রিক ভোটদানের হার ৩২.৭৮ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রে খবর সব থেকে বেশি ভোট পড়েছে বহরমপুরে, ৩৫.৫৩ শতাংশ। বোলপুরে ভোট পড়েছে ৩৫.২২ শতাংশ। বীরভূমে ৩০.৪৫ শতাংশ, বর্ধমান পূর্বে ৩৩.৮২ শতাংশ, বর্ধমান দুর্গাপুরে ৩১.৪১ শতাংশ, কৃষ্ণনগরে ৩২.৫৯ শতাংশ, রানাঘাটে ৩৩.২৩ শতাংশ এবং আসানসোলে ২৯.৯৯ শতাংশ ভোট পড়েছে।
সোমবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজ্যে নির্বাচন কমিশনের কাছে মোট ১,০৮৮টি অভিযোগ জমা পড়েছে। দলগত ভাবে অভিযোগ রয়েছে ১৩৯টি। তার মধ্যে সিপিআইএম-এর অভিযোগের সংখ্যা সবচেয়ে বেশি। কমিশন সূত্রে খবর, চার ঘণ্টায় সিপিআইএম ৭২টি, কংগ্রেস ৬০টি অভিযোগ করেছে। বিজেপি ৬টি এবং তৃণমূল মাত্র ১টি অভিযোগ জানিয়েছে কমিশনে।
NGRS, সিভিজিল, CMS পোর্টাল এবং মেইল মারফত একাধিক অভিযোগ জমা হচ্ছে। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে, ২০৯ টি
ভোট দিলেন সিপিআইএম-এর যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আসানসোল কেন্দ্রের কুলটির চলবলপুরে বাড়ি মীনাক্ষীর। চলবলপুর প্রাথমিক বিদ্যালয়ে এদিন সকালে বাবাকে সাথে নিয়ে ভোট দিলেন তিনি। বামেরা রক্তপাতহীন ভোট চায় বলে ভোট দেওয়ার পর জানিয়েছেন তিনি। এই কেন্দ্রের বাম প্রার্থী প্রাক্তন বিধায়ক জাহানারা খান।
বর্ধমানের কাঞ্চনপুর এলাকায় বিজেপি কর্মীদের বিকেল ৫ টার পর খুন করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। স্থানীয় তৃণমূল বিধায়ক খোকন দাস ও তাঁর লোকজনের বিরুদ্ধে এই হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, বর্ধমান দুর্গাপুরে এই পরিস্থিতি তৈরি করতে তিনি দেবেন না। সে কারণেই তিনি এলাকায় ঘুরছেন। কর্মীদের পাশে থাকার চেষ্টা করছেন।
চাপড়ায় সিপিআইএম এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বানিয়াখালি চাপড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথের ঘটনা। এজেন্টের বাড়ি গিয়েও পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। আতঙ্কে আর বুথে আসেননি এজেন্ট। এজেন্ট বিহীনই ভোট হচ্ছিল। খবর পেয়ে এলাকায় আসেন বাম-কংগ্রেস জোট প্রার্থী। তিনি এজেন্টকে বাড়ি থেকে ডেকে এনে, কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে বুথে বসান।
বোলপুরের নানুর বিধানসভার পেঙ্গা প্রাইমারি স্কুলে অস্ত্র নিয়ে বুথ চত্বরে ঘুরছেন তৃণমূল কর্মীরা। এমনই অভিযোগ করল বিজেপি। অভিযোগ, বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দিয়ে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে।
সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গের আট কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ১৫.২৪ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রে খবর সব থেকে বেশি ভোট পড়েছে বহরমপুরে, ১৬.৯৭ শতাংশ। বোলপুরে ভোট পড়েছে ১৬.৪৬ শতাংশ। বীরভূমে ১৪.৫৫ শতাংশ, বর্ধমান পূর্বে ১৫.৮৮ শতাংশ, বর্ধমান দুর্গাপুরে ১৪.০৮ শতাংশ, কৃষ্ণনগরে ১৫.৬৭ শতাংশ, রানাঘাটে ১৫.৩১ শতাংশ এবং আসানসোলে ১৩.০৩ শতাংশ ভোট পড়েছে।
কেতুগ্রামে তৃণমূল কর্মী মিন্টু শেখের খুনের ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। ভুলন শেখ এবং শামসুর শেখ নামের দুজনকে আটক করা হয়েছ। এদের মধ্যে ভুলন শেখ কেতুগ্রামের সিভিক ভলান্টিয়ার।
"বহরমপুরে আমরাই জিতছি এবং এতে কোন সন্দেহ নেই। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী। ৪-৫টি জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেরকম বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। আমরা বিচ্ছিন অশান্তির ঘটনার অভিযোগ জানাতে যাচ্ছি... আমি বিজেপি ও তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি, কোনো ব্যক্তির সঙ্গে নয়, এখানে থেকে ইউসুফ পাঠানকে মনোনীত করা উচিত হয়নি। উনি অনেক বড় ক্রিকেটার। মমতা ব্যানার্জি যদি ওনাকে সম্মান জানাতে চাইতেন তাহলে ওনাকে রাজ্যসভার সাংসদ করতে পারতেন। কিন্তু মমতার মূল লক্ষ্য ছিল বহরমপুরের মুসলিম ভোট টানা। মমতা ব্যানার্জি সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন। যেটা বহরমপুরে এর আগে কখনও হয়নি।", সাংবাদিকদের বললেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
রানিগঞ্জের নতুন এগারা এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির নেতৃত্বের অভিযোগ, তাঁদের দলীয় পতাকা খুলে ফেলে দিয়েছে তৃণমূলের লোকজন। এর প্রতিবাদ করায় তাদের উপরই চড়াও হয় তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
বহরমপুরের বড়ঞায় কংগ্রেস এজেন্টকে মারধর করে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। শ্রীহট্ট ১৬৫ নম্বর বুথে কংগ্রেসের এজেন্ট ছাড়াই ভোট চলছে। প্রিসাইডিং অফিসারও সে কথা স্বীকার করে নিয়েছেন।
নদিয়ার নাকাশিপাড়ার বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের দফাদারপাড়া এলাকায় রবিবার রাত থেকে বোমাবাজির অভিযোগ। রাতভর বোমাবাজির পর সোমবার সকালেও এলাকায় বোম পড়ছে বলে অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
ভোটের শুরুতেই উত্তপ্ত কৃষ্ণনগর। কৃষ্ণনগরের কালীগঞ্জ বিধানসভা এলাকায় ক্যাম্প করা নিয়ে সংঘর্ষ বাধে সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে। সিপিআইএম কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
অন্যদিকে তেহট্টের নারায়ণপুরে ১৮ নম্বর বুথে এজেন্ট বসাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ হয়। অভিযোগ, তৃণমূল কর্মীদের মারে মাথা ফেটেছে বিজেপি এজেন্টের। তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ভোট শুরুর আগেই পূর্ব বর্ধমানের কেতুগ্রামে খুন হলেন তৃণমূল কর্মী। রবিবার রাতে ভোটের কাজ সেরে বাড়ি ফেরার পথে বোমা ছুড়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। নিহত তৃণমূল কর্মী্র নাম মিন্টু শেখ। তৃণমূলের অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে। যদিও সিপিআইএম এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিতে আঙুল তুলেছে। উল্লেখ্য, কেতুগ্রাম পূর্ব বর্ধমান জেলার অধীনে হলেও, লোকসভা কেন্দ্রের বিচারে এটি বোলপুরের মধ্যে পড়ে।
অষ্টাদশ লোকসভা নির্বাচনে সোমবার চতুর্থ দফার ভোট। পশ্চিমবঙ্গের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ আজ। সোমবার সকাল ৭টা থেকে ভোট চলছে - বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং আসানসোলে।
লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় দেশজুড়ে ১০ রাজ্যের মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে বাংলার আট কেন্দ্রও রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১, মধ্যপ্রদেশের ৮, ওড়িশার ৪, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ। এই দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন - উত্তরপ্রদেশের কনৌজ কেন্দ্রের এসপি প্রার্থী অখিলেশ সিংহ যাদব, হায়দরাবাদের মিম প্রার্থী আসাদউদ্দিন ওয়েইসি, আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, বিহারের বেগুসরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী গিরিরাজ সিংহ প্রমুখ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন