Lok Sabha Polls 24: জল্পনার অবসান, দাজিলিংয়ে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

People's Reporter: উল্লেখ্য, মাস কয়েক আগে কংগ্রেসে যোগ দেন জিটিএর প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাং। জল্পনা ছড়ায় দাজিলিং থেকে তাঁকে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়েছেন অধীর চৌধুরী।
রাহুল গান্ধী ও মুনিশ তামাং
রাহুল গান্ধী ও মুনিশ তামাংছবি - সংগৃহীত
Published on

অবশেষে জল্পনার অবসান। দাজিলিং লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। প্রার্থী করা হিল মুনিশ তামাংকে। দিন কয়েক আগে অজয় এডওয়ার্ডের সঙ্গে দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগ দেন মুনিশ। পাশাপাশি, দাজিলিংয়ে বাম-কংগ্রেস জোট করেই লড়বে তাও জানিয়ে দেওয়া হল।

দাজিলিংয়ের ভূমিপুত্র মুনিশ তামাং। দিল্লিতে অধ্যাপনা করেন তিনি। পাশাপাশি, দাজিলিংয়ের বেশ কয়েকটি গোর্খা সংগঠনের সংযুক্ত মঞ্চ ভারতীয় গোর্খা পরিসঙ্গের শীর্ষনেতা মুনিশ।

উল্লেখ্য, মাস কয়েক আগে কংগ্রেসে যোগ দেন জিটিএ-র প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাং। তাঁকে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক করেন অধীর রঞ্জন চৌধুরী। জল্পনা ছড়ায় দাজিলিং থেকে তাঁকে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়েছেন অধীর।

কিন্তু ভোটের আবহে হাওয়া বদল হয়। বিনয় তামাংকে সমর্থন থেকে সরে আসেন অজয় এডওয়ার্ড। জানা যায়, নিজের অনুগামী মুনিশকে প্রার্থী করার চেষ্টা শুরু করেন তিনি। এরপর গত সপ্তাহে অজয় এডওয়ার্ডের দল হামরো পার্টি 'ইন্ডিয়া' মঞ্চে যোগ দেয়। জানা যায়, মুনিশকে প্রার্থী করার শর্তেই 'ইন্ডিয়া' মঞ্চে যোগ দিয়েছিলেন অজয়।

এদিকে মুনিশকে প্রার্থী করতেই বিক্ষোভের হাওয়া পাহাড়ে। কারণ বিনয় আগেই ঘোষণা করছিলেন, মুনিশ প্রার্থী হলে তাঁকে তিনি সমর্থন করবেন না। বিনয়ের অভিযোগ, দিল্লির কয়েকজন নেতা, যারা পর্যটক হিসাবেও পাহাড়ে কোনওদিন আসেননি, তাঁরা কংগ্রেস শীর্ষ নেতাদেরকে এই সিদ্ধান্ত নিতে প্ররোচনা দিয়েছেন।

এবার বিনয়ের পদক্ষেপ কী হবে সেটাই দেখার। এদিকে বিনয়ের এই পদক্ষেপে মুনিশের জন্য লড়াইটা বেশ কঠিন হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।

রাহুল গান্ধী ও মুনিশ তামাং
West Bengal: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ - তৃণমূলের বিরুদ্ধে কমিশনে সিপিআইএম
রাহুল গান্ধী ও মুনিশ তামাং
Lok Sabha Polls 24: ফের রদবদল কমিশনের, ডিসি পদ থেকে সরানো হল তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের স্বামীকে  
রাহুল গান্ধী ও মুনিশ তামাং
Lok Sabha Polls 24: ভোটের মুখে ফের রদবদল কমিশনে, সরানো হল রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দুই আধিকারিককে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in