মার্চ মাসের মাঝামাঝি সময়ে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সূত্র অনুসারে মার্চের ১৩ অথবা ১৪ তারিখে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নির্ঘণ্ট ঘোষণা করা হবে। ওইদিনের ঘোষণার পরেই চালু হয়ে যাবে নির্বাচনী আচরণবিধি।
নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক রাজ্যে প্রতিনিধিদল পাঠানো হয়েছে। বর্তমানে নির্বাচনী আধিকারিকরা তামিলনাড়ুতে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখছেন। আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের আধিকারিকরা উত্তরপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে যাবেন।
সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যম আইএএনএস জানিয়েছে, মার্চ মাসের ১১-১২ তারিখে জম্মু ও কাশ্মীরে কমিশনের পূর্ণ শক্তির এক প্রতিনিধিদল যাবে এবং সেখানকার নির্বাচনী প্রস্তুতিপর্ব ও নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখা হবে।
জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে শেষ যাওয়া হবে জম্মু ও কাশ্মীরে। তথ্যভিজ্ঞ মহলের অভিমত অনুসারে, জম্মু ও কাশ্মীর থেকে প্রতিনিধিদল ফিরে আসার পরেই আগামী লোকসভা নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষিত হবে।
প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল ৭ দফায়। সেবার ১০ মার্চ নির্বাচন ঘোষিত। ২০১৪ সালে নির্বাচন ঘোষিত হয় ৫ মার্চ এবং সেবার ৯ দফায় ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়েছিল।
আসন্ন লোকসভা নির্বাচনে প্রায় ৯৭ কোটি ভারতবাসী ভোটদানের যোগ্য। ফেব্রুয়ারি মাসের গোড়ায় সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। ভোটার তালিকা প্রকাশের আগে ২০২৪-এর গোড়ায় একমাস ধরে সেই তালিকায় বিশেষ পুনর্বিবেচনা করা হয়।
এবার লোকসভা নির্বাচনের সঙ্গেই অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে।
(Except for the headline, this story has not been edited by People's Reporter and is translated and published from a syndicated feed.)
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন