Lok Sabha Polls 24: আজ থেকেই রাজ্যে ভোট গ্রহণ পর্ব শুরু, কারা পাবেন এই বিশেষ সুযোগ?

People's Reporter: ৫-১৪ এপ্রিল পর্যন্ত রাজ্যের তিনটি কেন্দ্রে চলবে প্রথম পর্বের ‘হোম ভোটিং’। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই ভোট প্রক্রিয়া চলবে।
আজ থেকেই শুরু হচ্ছে রাজ্যে ভোট গ্রহণ পর্ব
আজ থেকেই শুরু হচ্ছে রাজ্যে ভোট গ্রহণ পর্বছবি - সংগৃহীত
Published on

শুক্রবার থেকে অর্থাৎ আজ থেকেই শুরু হচ্ছে রাজ্যে ভোট গ্রহণ পর্ব। বিশেষ কিছু ক্ষেত্রে বাড়িতে বসেই ভোট দিতে পারবেন ভোটাররা। ৫-১৪ এপ্রিল পর্যন্ত রাজ্যের তিনটি কেন্দ্রে চলবে প্রথম পর্বের ‘হোম ভোটিং’। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই ভোট গ্রহণ হবে।

কারা দিতে পারবে এই ভোট? ৮৫-র বেশি বয়সী প্রবীণেরা, অন্তত ৪০ শতাংশ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি এবং পুলিশ, দমকল, রেলকর্মী প্রমুখ ১৮টি জরুরি পরিষেবার পেশার সাথে যুক্ত লোকজন এই সুযোগ পাবেন। রাজ্য সিইও-র দফতর জানিয়েছে, কোচবিহারে ২,২৯২ জন প্রবীণ, ৭৬১ জন বিশেষ ভাবে সক্ষম এবং ১,৬৯১জন জরুরি পরিষেবার কর্মী - মোট ৪,৭৪৪ জন এই সুযোগ পাবেন।

অন্যদিকে, আলিপুরদুয়ারে ১,৯১১ জন প্রবীণ, ৯৬২ জন বিশেষ ভাবে সক্ষম এবং ২৬৬ জন জরুরি পরিষেবার কর্মী - মোট ৩১৩৯ জন এই সুযোগ পাবেন।

জলপাইগুড়িতে ২,৪৮৬ জন প্রবীণ, ১,৩২৩ জন বিশেষ ভাবে সক্ষম ও ৩০৫ জন জরুরি পরিষেবার কর্মী - মোট ৪,১১৪ জন এই সুযোগ পাবেন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ব্যালটে এই ভোট হবে।

লোকসভার নির্ঘন্ট ঘোষণার দিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছিলেন, অষ্টাদশ লোকসভায় প্রথম ভোটাররা বাড়িতে বসেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। রাজ্যের প্রবীণ নাগরিক থেকে শুরু করে জরুরী পরিষেবার সঙ্গে জড়িত ভোটাররা এই সুযোগ পাবেন। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। চলবে ১ জুন পর্যন্ত। ১৯ এপ্রিল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভোট হবে। আগামী ৪ জুন ভোট গণনা।

আজ থেকেই শুরু হচ্ছে রাজ্যে ভোট গ্রহণ পর্ব
Robert Vadra: "যদি মানুষ আমাকে চায়..." আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী রবার্ট বঢরা! জল্পনা তুঙ্গে
আজ থেকেই শুরু হচ্ছে রাজ্যে ভোট গ্রহণ পর্ব
Lok Sabha Polls 24: কংগ্রেসকে সাথে নিয়ে ১২টি আসনে বিশেষ নজর, সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে CPIM

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in