হাওড়ার পর এবার হুগলীর জাঙ্গীপাড়ায় এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযোগ, আইটিবিপির এক কনস্টেবেল গ্রামের এক ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
ঘটনাটি ঘটেছে জাঙ্গীপাড়ার আটপাড়া বিরালা গ্রামে। অভিযোগ ওঠে, ওই জওয়ান ঘরে ঢুকে এক ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মহিলার পরিবারের লোক এবং প্রতিবেশীরা বাধা দেয়। তখন পরিবার ও প্রতিবেশীকে ওই জওয়ান মারধর করে বলেও অভিযোগ ওঠে।
এর পরেই ওই জওয়ানকে ধরে ফেলেন স্থানীয়রা। তাকে এলাকার এক গাছে বেঁধে রাখা হয়। পরে জাঙ্গীপাড়া থানার পুলিশ গিয়ে উদ্ধার করে ওই জওয়ানকে। ওই জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মহিলার পরিবার। পুলিশ সূত্রে খবর, আপাতত তাকে আটক করা হয়েছে।
অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করেছেন শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “জাঙ্গীপুরের বিরালা গ্রামে এক জওয়ান মদ খেয়ে এক মহিলার ঘরে ঢুকে তাঁকে শ্লীলতাহানি করেছে। যেখানে পাচ্ছে, সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে। যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে।“
এরপর মোদীকে কটাক্ষ করে বলেন, “মোদীর লোক না। যেমন মোদী তেমনই তাঁর ফোর্স। যেমন অমিত শাহ তেমনই তাঁর ফোর্স। এই সবই তো গুজরাটে করেছিল।“
উল্লেখ্য, এর আগে হাওড়ার উলুবেড়িয়াতেও এক জওয়ানের বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে। রবিবার সন্ধ্যায় উলুবেড়িয়া পুলিশ থানায় এক মহিলা এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। এর পরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় এবং ওই জওয়ানকে নির্বাচনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। কমিশন জানিয়েছে, এই বিষয়ে তদন্ত হবে এবং ওই জওয়ান দোষী প্রমাণিত হলে আইনানুসারে তাঁর শাস্তি হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন