বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হবার পর শিবমোগ্যা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত ঘোষণা করলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা। গতকাল দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও তিনি দেখা করতে পারেননি। এরপর বৃহস্পতিবার সকালে তিনি দিল্লি থেকে বেঙ্গালুরু ফিরে আসেন।
বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিক্ষুব্ধ বিজেপি নেতা জানান, অমিত শাহ আমাকে দিল্লিতে বৈঠক করার জন্য ডেকে পাঠিয়েছিলেন। তিনি আরও বলেন, দলের শীর্ষ নেতার বিরুদ্ধে না গিয়ে আমি দিল্লি গেছিলাম। নয়তো আমি ঔদ্ধত্য দেখাচ্ছি বলে মনে হত। যদিও আমার দিল্লি যাত্রা আমাকে বুঝিয়ে দিয়েছে যে ঈশ্বর আমার সঙ্গে আছেন।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার সঙ্গে দেখা করেননি। তাঁর অফিস থেকে জানানো হয়েছে তিনি ব্যস্ত আছেন। আমার মনে হয়েছে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এটা তাঁর পক্ষ থেকে সম্মতি।
বিক্ষুব্ধ বিজেপি নেতা সাংবাদিকদের বলেন, আমি একজন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। রাজ্যের ২৮টি আসনের মধ্যে একমাত্র শিবমোগ্যা ছাড়া বাকি সব আসনে বিজেপি জয়ী হবে। শিবমোগ্যা আসনে আমি নির্দল প্রার্থী হিসেবে জয়ী হব।
ওই আসন থেকে জয়ী হবার পর আমি আমার জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উৎসর্গ করবো। আমি যদি প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন না করি তাহলে আমার জয়ের কোনও মূল্য নেই।
আসন্ন লোকসভা নির্বাচনে শিবমোগ্যা কেন্দ্র থেকে তাঁর ছেলে কে ই কন্ঠেশকে প্রার্থী না করায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা ঈশ্বরাপ্পা। তাঁর অপর পুত্র বি ওয়াই বিজয়েন্দ্রকে কর্ণাটক বিজেপির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়েও দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ঈশ্বরাপ্পা।
কর্ণাটকে বিজেপিকে গড়ে তোলার পেছনে ঈশ্বরাপ্পার বড়ো ভূমিকা আছে। মূলত ইয়েদুরিয়াপ্পা, তিনি এবং অন্যান্য কয়েকজন মিলে কর্ণাটকে বিজেপির সংগঠন গড়ে তোলেন। Gourav Vallabh: কংগ্রেস ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপিতে যোগ দিলেন গৌরব বল্লভ
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন