Lok Sabha Polls 24: নাইডু-নীতিশই কি কিংমেকার? দুই রাজনীতিকের অতীত ইতিহাস ভাবাচ্ছে বিশ্লেষকদের

People's Reporter: ইন্ডিয়া জোট ২৩২ আসনে জিতেছে। অনান্যদের দখলে আছে ১৮ আসন। সরকার গঠন নিয়ে আশাবাদী ইন্ডিয়া জোটও। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও আজ সাংবাদিক সম্মেলনে নতুন পার্টনারের ইঙ্গিত দিয়েছেন।
নাইডু-নীতিশই কি কিংমেকার?
নাইডু-নীতিশই কি কিংমেকার?ফাইল ছবি
Published on

এখনও লোকসভা নির্বাচনের ফল প্রকাশের প্রক্রিয়া চলছে। তবে এটুকু স্পষ্ট একক সংখ্যাগরিষ্ঠতা (২৭২) পাবে না বিজেপি। এই মুহূর্তে এনডিএ জোটে থাকা দলগুলি সম্মিলিতভাবে ২৯১ আসনে এগিয়ে রয়েছে। সেদিক থেকেও খুব একটা সুবিধাজনক জায়গায় নেই বিজেপি। নরেন্দ্র মোদীর সরকার গঠনের ক্ষেত্রে এখন কিংমেকারের ভূমিকায় দুই প্রবীণ রাজনীতিবিদ তেলেগু দেশম পার্টি বা টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল (ইউনাইটেড) বা জেডি(ইউ)'র নীতিশ কুমার। এই দুজন’ই সদ্য এনডিএ-র শরিক হয়েছেন। এই সুযোগ কাজে লাগাতে চাইছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।

রাত ৯ টায় ভারতের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এনডিএ জোট  বিজেপি ২৪০ আসনে এগিয়ে রয়েছে বা জিতেছে। টিডিপি অন্ধ্রপ্রদেশের ১৬টি আসনে জয়ী হয়েছে। জেডিইউ বিহারের ১২টি আসনে জয়ী হয়েছে। এই দুইয়ের প্রাপ্ত আসন ধরেই এনডিএ জোট ২৯১ আসনে এগিয়ে রয়েছে বা জিতেছে। কিন্তু যদি এই দুজন এনডিএ শিবির থেকে সমর্থন প্রত্যাহার করে নেন তাহলে সংখ্যাগরিষ্ঠতা হারাবে এনডিএ জোট। এই দু’জনের রাজনৈতিক ইতিহাস দেখলে তেমনটা আশঙ্কা করা কঠিন নয়।

অন্যদিকে ইন্ডিয়া জোট ২৩২ আসনে এগিয়ে রয়েছে বা জিতেছে। অনান্যদের দখলে আছে ১৮টি আসন। সরকার গঠন নিয়ে আশাবাদী ইন্ডিয়া জোটও। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও আজ সাংবাদিক সম্মেলনে নতুন পার্টনারের ইঙ্গিত দিয়েছেন। এই অবস্থায় রাতারাতি দর বেড়েছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের।

সূত্র মারফত জানা গেছে, ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে চন্দ্রবাবু নাইডুকে ফোন করা হয়েছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনের সাথেই কথা হয়েছে তাঁর।

এক নজরে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের রাজনৈতিক কেরিয়ার –

চন্দ্রবাবু নাইডু:

অষ্টাদশ লোকসভা নির্বাচনে এবং অন্ধ্রের বিধানসভা নির্বাচনে বিজেপি ও জনসেনা দলের সাথে জোট করে লড়েছেন চন্দ্রবাবু নায়ডু। এর আগে একাধিক নির্বাচনে কিংমেকার ছিলেন তিনি। ১৯৯৬ সালে কংগ্রেস বা বিজেপির সাথে যুক্ত নয় এমন দলগুলোর সমন্বয়ে গঠিত যুক্তফ্রন্টের আহ্বায়ক হিসাবে বাইরে থেকে এইচডি দেবগৌড়া সরকারকে সমর্থন করেছিলেন।

এই সময়কালে আই কে গুজরালের নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠনেও সহায়তা করেছিলেন তিনি।

১৯৯৯ সালে বিজেপির সাথে জোট করে ২৯টি আসনে জিতেছিল টিডিপি। সেবারও বাইরে থেকে  অটল বিহারী বাজপেয়ী সরকারকে সমর্থন করেছিলন নায়ডু।

২০১৪ সালেও বিজেপির সাথে জোট করেছিল টিডিপি এবং সরকারে যোগ দিয়েছিল। কিন্তু ২০১৮ সালে জোট ছেড়ে বেরিয়ে আসেন নায়ডু।

মনে করা হচ্ছে, এবারও বিজেপির বৃহত্তম এনডিএ শরিক হিসাবে আবির্ভূত হয়ে, নাইডু ফের কিংমেকার হতে পারেন।

নীতিশ কুমার:

নীতীশ কুমার ১৯৯৮-৯৯ সালে অটল বিহারী বাজপেয়ীর এনডিএ সরকারে প্রথমে রেল ও সারফেস ট্রান্সপোর্ট মন্ত্রী এবং পরে কৃষিমন্ত্রী হয়েছিলেন। এরপর ২০০০-২০০৪ সালেও বাজপেয়ী সরকারের মন্ত্রী হয়েছিলেন তিনি। টানা ২০১৪ সাল পর্যন্ত এনডিএ শরিক ছিল জেডিইউ। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে নীতীশ কুমার জোট ছেড়ে বেরিয়ে আসেন এবং বিহারে একা প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুটি আসনে জয়লাভ করেছিলেন।

এরপর ২০১৫ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে লালু যাদবের আরজেডি-র সাথে হাত মিলিয়েছিলেন। এই জোট নির্বাচনে জয়লাভ করেছিল। কিন্তু দুবছরের মধ্যে তিনি আবার এনডিএ শিবিরে যোগ দেন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহারের ৪০টি আসনের মধ্যে ৩৯টি আসনে জয়লাভ করে এনডিএ।

এরপর ২০২০ সালে বিধানসভা নির্বাচনে খারাপ ফল করে জেডিইউ। যদিও সরকারে থাকে এনডিএ। ২০২২ সালে এনডিএ ভেঙে বেরিয়ে আরজেডি-র সাথে জোট করে সরকার গঠন করেন নীতিশ কুমার। কিন্তু ২০২৪ সালে নির্বাচনের ঠিক আগে ফের এনডিএ-তে আসেন তিনি।

তাঁর এই পাল্টিবাজির ইতিহাস মনে করে সমালোচকরা দাবি করছেন, ‘ভাল অফার’ পেলে তিনি ফের এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে যেতে পারেন।

নাইডু-নীতিশই কি কিংমেকার?
Varanasi: ব্যবধান ও প্রাপ্ত ভোটের হার কমলেও বারাণসী থেকে লাগাতার ৩ বার জয়ী নরেন্দ্র মোদী
নাইডু-নীতিশই কি কিংমেকার?
Share Market: শেয়ার বাজারে ধস - একদিনে বিনিয়োগকারীদের ক্ষতি ৩০ লক্ষ কোটি টাকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in