বিজেপি দরজা খুলে দিলেও ফের বিজেপি জোটে ফেরার কোনও প্রশ্ন নেই। রবিবার স্পষ্ট ভাষায় একথা জানিয়েছেন শিবসেনা (ইউবিটি) গোষ্ঠীর প্রধান উদ্ধব ঠাকরে। এদিন উদ্ধব অভিযোগ করেন, ২০২২ সালে মহারাষ্ট্রে বিশ্বাসঘাতকতা করে মহাবিকাশ আঘাদি সরকারের পতন ঘটিয়েছে বিজেপি। তিনি আরও বলেন, 'ইস বার, বিজেপি তড়িপার'।
রবিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন উদ্ধব। বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলছেন পাকিস্তান চাইছে রাহুল গান্ধীকে এদেশের প্রধানমন্ত্রী পদে বসাতে। তিনি আরও বলেন, দেশে ভোট এলেই তখন পাকিস্তানের নাম করে দেশের মানুষকে ভয় দেখানো শুরু হয়।
পুঞ্চে সন্ত্রাসবাদী হানার প্রসঙ্গ তুলে উদ্ধব এদিন বলেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পুঞ্চে সন্ত্রাসবাদী হানার পর যেতে পারেন না, কিন্তু তাঁরা মহারাষ্ট্রে এসে আমাকে ধ্বংস করতে পারেন।
২০২২ সালের জুন মাসে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহাবিকাশ আঘাদি সরকারের পতন হয়। মূলত শিবসেনা নেতা একনাথ শিন্ধের বিদ্রোহের জেরে এই সরকার সংখ্যালঘু হয়ে পড়ে। এরপরেই বিজেপির সহায়তায় মহা বিকাশ আঘাদি সরকারের পতন ঘটিয়ে এনডিএ জোট সরকারের মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ধে।
এদিনের উদ্ধবের বক্তব্যের আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সাক্ষাৎকারে বলেন, তিনি শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ছেলে হিসেবে উদ্ধব ঠাকরেকে সম্মান করেন এবং উদ্ধব কোনও সমস্যায় পড়লে তিনিই প্রথম ব্যক্তি হিসেবে তাঁর পাশে দাঁড়াবেন।
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের উত্তরে এদিন উদ্ধব বলেন, এনডিএ দরজা খুলে দিলেও ফের ওই জোটে ফেরার কোনও প্রশ্ন নেই। কারণ বিজেপির বিশ্বাসঘাতকতায় মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাদি সরকারের পতন ঘটেছে। তিনি আরও বলেন, মহারাষ্ট্র ২০১৯ সালে এনডিএ-কে ৪০-এর বেশি সাংসদ দেবার পরেও মহারাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। কেন্দ্রের বিজেপি সরকার গুজরাটের জন্য সমস্ত বড়ো বড়ো প্রকল্প নিয়ে গেছে আর মহারাষ্ট্রের জন্য পরিবেশের জন্য ক্ষতিকর জাইতাপুর নিউক্লিয়র পাওয়ার প্ল্যান্ট প্রোজেক্ট দিয়েছে।
বিজেপির ৪০০ পার শ্লোগান প্রসঙ্গে এদিন উদ্ধব বলেন, পাশবিক এই সংখ্যাগরিষ্ঠতা পেতে উদগ্রীব বিজেপি এবং এই সংখ্যাগরিষ্ঠতা পাবার পরেই দেশের সংবিধান বদল করার চেষ্টা করবে বিজেপি।
মহারাষ্ট্রের রায়গড় লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে আগামী ৭ মে। এই কেন্দ্রে মহারাষ্ট্রের ক্ষমতাসীন মহাজুতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠীর সুনীল তাতকারে। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় আছেন শিবসেনা (ইউবিটি)-র অনন্ত গীতে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন