Lok Sabha Polls 24: রাজ্যের ২০ কেন্দ্র সহ প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি

People's Reporter: তালিকায় স্থান পেয়েছেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী। উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গান্ধীনগর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। প্রথম দফায় বিজেপির পক্ষ থেকে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। একইসঙ্গে পশ্চিমবঙ্গের ২০টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। যে তালিকায় স্থান পেয়েছেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী। উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গুজরাটের গান্ধীনগর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাজ্যের ৪২ আসনের মধ্যে এদিন ঘোষিত হয়েছে ২০টি আসনের প্রার্থীর নাম। যাদের মধ্যে বিজেপি প্রার্থী হচ্ছেন

  • কোচবিহার কেন্দ্রে - নিশীথ প্রামাণিক,

  • আলিপুরদুয়ারে - মনোজ টিগগা,

  • বালুরঘাটে - সুকান্ত মজুমদার,

  • মালদা উত্তরে - খগেন মুরমু,

  • মালদা দক্ষিণে - শ্রীরূপা মিত্র চৌধুরী,

  • মুর্শিদাবাদে - গৌরীশঙ্কর ঘোষ,

  • বহরমপুরে - নির্মল কুমার সাহা,

  • রানাঘাটে - জগন্নাথ সরকার,

  • জয়নগরে - অশোক কান্ডারী,

  • যাদবপুরে - অনির্বাণ গঙ্গোপাধ্যায়,

  • হাওড়ায় - রথীন চক্রবর্তী,

  • হুগলীতে - লকেট চট্টোপাধ্যায়,

  • কাঁথিতে - সৌমেন্দু অধিকারী,

  • বাঁকুড়ায় - সুভাষ সরকার,

  • বিষ্ণুপুরে - সৌমিত্র খাঁ,

  • পুরুলিয়ায় - জ্যোতির্ময় সিং মাহাতো,

  • আসানসোলে - পবন কুমার সিং,

  • ঘাটালে - হিরন্ময় চট্টোপাধ্যায়,

  • বনগাঁয় - শান্তনু ঠাকুর এবং

  • বোলপুরে - পিয়া সাহা।  

পশ্চিমবঙ্গের পাশাপাশি এদিন উত্তরপ্রদেশে ৫১ জন প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। এছাড়াও মোট ১৬টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রার্থী ঘোষিত হয়েছে। প্রার্থীদের মধ্যে ২৮ জন মহিলা, ২৭ জন তফশিলি জাতি, ১৮ জন তফশিলি উপজাতি এবং ৫৭ জনকে অনগ্রসর শ্রেণি থেকে প্রার্থী করা হয়েছে।

বিজেপির প্রথম প্রার্থী তালিকায় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, ভূপেন্দ্র যাদব, মনসুখ মান্ডব্য, সর্বানন্দ সোনওয়াল, কিরেণ রিজিজু, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অর্জুন রাম মেঘওয়াল, জি কিষাণ রেড্ডি, অর্জুন মুন্ডা এবং স্মৃতি ইরানী। এছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে আছেন শিবরাজ সিং চৌহান। তিনি প্রার্থী হচ্ছেন মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Lok Sabha Polls 24: লোকসভার আগেই বিজেপি ছাড়তে চান গৌতম গম্ভীর! কিন্তু কেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Lok Sabha Polls 24: '৪২ আসনেই পদ্ম ফুটুক' - আরামবাগের সভা থেকে তৃণমূলকে আক্রমণ মোদীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in