সুরাট লোকসভা কেন্দ্রে পর পর দুবারই খারিজ হলো কংগ্রেস দুই প্রার্থীর মনোনয়ন। এবারও প্রস্তাবকের স্বাক্ষর 'জাল' হওয়ার কারণ দেখিয়ে মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। অর্থাৎ কার্যত বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী বিজেপি প্রার্থী। রিটার্নিং অফিসারের এই পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টে যাবে বলে জানিয়েছে কংগ্রেস।
৭ মে অর্থাৎ তৃতীয় দফায় গুজরাটে লোকসভার নির্বাচন। তার আগে সুরাটে নাটক অব্যাহত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার পথে সুরাটের বিজেপি প্রার্থী। প্রথমে ওই কেন্দ্রে কংগ্রেসের তরফ থেকে নীলেশ কুম্ভানীকে প্রার্থী করে কংগ্রেস। কিন্তু প্রস্তাবকের সই বিভ্রান্তির কারণে তাঁর মনোনয়ন খারিজ করেন রিটার্নিং অফিসার।
বিকল্প প্রার্থী হিসেবে সুরেশ পদশালার নাম ঘোষণা করে কংগ্রেস। কিন্তু তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে। প্রস্তাবকের সই জাল করার অভিযোগে তাঁর মনোনয়নও খারিজ করেন রিটার্নিং অফিসার সৌরভ পারধি।
সৌরভ পারধির অভিযোগ, কংগ্রেস প্রার্থীর প্রস্তাবকরাই তাঁকে জানান যে তাঁরা কোনো স্বাক্ষর করেননি। ওই সই জাল করা হয়েছে। যদিও এই সই জালের অভিযোগ প্রথম করেন সুরাট কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকেশ দালালের নির্বাচনী এজেন্ট।
নিয়মানুযায়ী প্রার্থীদের মনোনয়নের সময় প্রস্তাবকের সই খতিয়ে দেখেন রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসার যদি মনে করেন সই নকল করা হয়েছে তাহলে প্রার্থীর মনোনয়ন বাতিল করতে পারেন।
যদিও রিটার্নিং অফিসারের এই সিদ্ধান্ত মানতে রাজি নয় হাত শিবির। কংগ্রেস নেতৃত্বের দাবি, হাইকোর্টে চ্যালেঞ্জ জানানো হবে এই সিদ্ধান্তকে। প্রথমে প্রস্তাবকরা স্বাক্ষর করেছিলেন। কিন্তু পরে তাঁরা সত্য গোপন করছেন। আমাদের সমর্থকদের ভয় দেখানো হয়েছে। নয়তো এমনটা হতো না। রিটার্নিং অফিসারের এই বিষয়টি আরও খতিয়ে দেখা উচিত ছিল।
উল্লেখ্য, সুরাট কেন্দ্রটি ১৯৮৯ সাল থেকে জিতে আসছে বিজেপি। ১৯৮৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কাশীরাম রানা। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত জয়ী হয়েছেন দর্শনা বিক্রম জারদোশ। আদালত যদি এই জাল স্বাক্ষরের বিষয়ে হস্তক্ষেপ না করে তাহলে এবারও বিজেপির জয় কার্যত নিশ্চিত, তাও আবার ভোটের আগেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন