Lok Sabha Polls 24: কেরালায় লোকসভা ভোটে গুরুতর অব্যবস্থার অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস

People's Reporter: রাজ্যের বিরোধী দলনেতা ভি ডি সতীশন কমিশনের কাছে লেখা চিঠিতে জানিয়েছেন, গুরুতর অব্যবস্থার কারণে কেরালায় বহু বুথে ভোটগ্রহণ শেষ হতে অস্বাভাবিক দেরি হয়েছে।
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনফাইল ছবি সংগৃহীত
Published on

কেরালার নির্বাচনে গুরুতর অব্যবস্থার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কেরালা কংগ্রেস। কেরালা বিধানসভার বিরোধী দলনেতা ভি ডি সতীশন কমিশনের কাছে লেখা চিঠিতে জানিয়েছেন, গুরুতর অব্যবস্থার কারণে কেরালায় বহু বুথে ভোটগ্রহণ শেষ হতে অস্বাভাবিক দেরি হয়েছে।

কমিশনকে লেখা অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, বহু ভোটদাতা ভয়ংকর গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে না পেরে ফিরে গেছেন। এছাড়াও বেশ কিছু বুথে ভোটাররা সন্ধ্যে ৬টার আগে ভোট দেবার জন্য বুথে পৌঁছলেও তাদের ভোট দিতে দেওয়া হয়নি।

তিনি আরও জানিয়েছেন, যে সব বুথে ইভিএম-এর গণ্ডগোল ছিল সেইসব বুথে ভোটের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, সাম্প্রতিক সময়ে ভোটে এত অব্যবস্থা দেখা যায়নি।

যদিও কংগ্রেস নেতার এই চিঠির আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেরালার নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় কাউল এক বিবৃতিতে জানান, রাজ্যের ২৫,২৩১টি বুথের মধ্যে ৯৫ শতাংশ ক্ষেত্রে ভোটগ্রহণ প্রক্রিয়া সন্ধ্যে ৬টার মধ্যে শেষ হয়ে গেছে। কিছু বুথে ভোট শেষ হতে রাত ৮টা বেজেছে।

তিনি আরও জানান, বেশ কিছু বুথে বিকেল ৫টার পরে ভোটাররা ভোট দিতে আসায় সেইসব বুথে ভোটগ্রহণ শেষ হতে কিছুটা দেরি হয়েছে। যারা যারা সন্ধ্যে ৬টার মধ্যে বুথে পৌঁছেছেন, তারা সকলেই ভোট দিতে পেরেছেন বলেও তিনি জানান।

পরিসংখ্যান অনুসারে, এইবার কেরালায় ভোটদানের হার অনেকটাই কমেছে। ২০১৯ লোকসভা নির্বাচনে কেরালায় ভোট পড়েছিল ৭৭.৮৪ শতাংশ। যদিও এবার কেরালায় ভোট পড়েছে ৭১.১৬ শতাংশ। যা ২০১৯-এর তুলনায় অনেকটাই কম।

নির্বাচন কমিশন
Lok Sabha Polls 24: তৃতীয় দফায় রাজ্যের ৪ সহ মোট ৯৫ আসনে ভোট, একটি কেন্দ্রে প্রার্থী সংখ্যা ৭৭
নির্বাচন কমিশন
আদিখ্যেতা করে ইমেজ উদার রাখা সৌজন্য, আর দলবদলুকে গদ্দার বললে আপত্তি!, কুণালের নিশানায় কি দেব?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in