Lok Sabha Polls 24: পশ্চিমবঙ্গে ৫ আসনের বিনিময়ে চূড়ান্ত হতে পারে কংগ্রেস তৃণমূল সমঝোতা

People's Reporter: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে থাকাকালীন তৃণমূল সুপ্রিমো জানিয়ে দেন তাঁর দল একক শক্তিতেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জি
সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জিফাইল ছবি, সংগৃহীত
Published on

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আরও একদফা আলোচনার পথে কংগ্রেস হাইকম্যান্ড। কংগ্রেস সূত্র অনুসারে, যদি এই আলোচনা ফলপ্রসূ হলে শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে থাকাকালীন তৃণমূল সুপ্রিমো জানিয়ে ছিলেন তাঁর দল একক শক্তিতেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরেও বারবার কংগ্রেস হাইকম্যান্ডের পক্ষ থেকে আসন সমঝোতার বার্তা দেওয়া হয়েছে।

আসন্ন লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস আসন রফার কথা চললেও এখনও দুই পক্ষের মধ্যে কোনও চূড়ান্ত আলোচনা হয়নি। দিন কয়েক আগে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বহরমপুরে থাকাকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে আলোচনায় বসার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত বাম-কংগ্রেসের মধ্যে সেই আলোচনা হয়নি। রাজনৈতিক মহলের মতে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে আসন সমঝোতা হয়ে গেলে পূর্ব ঘোষণা মত বামেরা এককভাবেই লড়াইয়ের ময়দানে নামবে।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একটা অংশ তৃণমূলের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে যেতে আপত্তি জানালেও কংগ্রেস হাইকম্যান্ড কখনই সেই মতামতকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। কংগ্রেস হাইকম্যান্ডের পক্ষ থেকে বিষয়টিকে কোনও কোনও নেতার ব্যক্তিগত ভাবনা বলে উড়িয়ে দেওয়া হয় এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বারবারই তৃণমূলের কাছে জোটের বার্তা দেওয়া হয়।

তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার ক্ষেত্রে মূল বাধা ছিল আসন ছাড়ার প্রশ্নে। কংগ্রেসের দাবি মত ৮ থেকে ১৪টি আসন ছাড়তে নারাজ ছিল তৃণমূল। এক্ষেত্রে তৃণমূলের বক্তব্য ছিল যে দলের রাজ্য বিধানসভায় একজনও বিধায়ক নেই সেই দলকে কীভাবে এত আসন দেওয়া যেতে পারে? যদিও পরে নিজেদের দাবি থেকে অনেকটাই সরে ৬ আসনের দাবি জানানো হয় কংগ্রেসের পক্ষ থেকে।

কংগ্রেসের দাবি করা ৬টি আসনের মধ্যে আছে মালদার দুটি আসন, বহরমপুর, রায়গঞ্জ, দার্জিলিং এবং পুরুলিয়া। এই ৬টি আসনের মধ্যে ২০১৯-এর নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল বহরমপুর এবং মালদা দক্ষিণ কেন্দ্রে। যদিও সূত্র অনুসারে ৬টি আসন তৃণমূল দিতে রাজী না হয়ে ৫টি আসন দিলেও কংগ্রেস হাইকম্যান্ড এই রফাসূত্র মেনে নেবে। সেক্ষেত্রে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল ৩৭টি আসনে এবং কংগ্রেস ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

গত দু’দিনে উত্তরপ্রদেশ, গোয়া, হরিয়ানা, চন্ডীগড়ে সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টির সঙ্গে আসন রফা চূড়ান্ত করেছে কংগ্রেস।

সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জি
Lok Sabha Polls 24: লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী!
সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জি
I-N-D-I-A: তৃণমূলের দিকে পা বাড়িয়ে কংগ্রেস হাইকম্যান্ড - পশ্চিমবঙ্গে ইন্ডিয়া মঞ্চর ভবিষ্যৎ কী?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in