Lok Sabha Polls 24: দেশ জুড়ে শুরু ভোট গণনা - প্রথমে পোস্টাল ব্যালট

People's Reporter: এখনও পর্যন্ত পোস্টাল ব্যালটের গণনার যে প্রবণতা সামনে এসেছে তাতে ১২০ আসনে এগিয়ে এনডিএ শিবির এবং ১০০ আসনে এগিয়ে ইন্ডিয়া শিবির।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীফাইল চিত্র
Published on

দেশ জুড়ে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা। মঙ্গলবার সকাল ৮টা থেকে এই গণনা শুরু হয়েছে। রাজ্যের ক্ষেত্রে লোকসভার পাশাপাশি দুই বিধানসভা উপনির্বাচনের ভোটগণনাও এদিন হবে। প্রথম দফায় হবে পোস্টাল ব্যালটের গণনা।

এখনও পর্যন্ত পোস্টাল ব্যালটের গণনার যে প্রবণতা সামনে এসেছে তাতে ১৪৪ আসনে এগিয়ে এনডিএ শিবির এবং ১১৫ আসনে এগিয়ে ইন্ডিয়া শিবির।

রাজ্যের নিরিখে এখনও পর্যন্ত পোস্টাল ব্যালট গণনায় কলকাতা উত্তর কেন্দ্রে এগিয়ে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। বোলপুর এবং বীরভূমে এগিয়ে বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত পোস্টাল ব্যালট গণনায় তৃণমূল ১১ এবং বিজেপি ১৬ আসনে এগিয়ে। বাম কংগ্রেস জোট এগিয়ে ১ আসনে।

পোস্টাল ব্যালটের গণনায় মুর্শিদাবাদে এগিয়ে মহম্মদ সেলিম। ডায়মন্ডহারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ। ঝাড়গ্রামে এগিয়ে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন। কৃষ্ণনগরে এগিয়ে অমৃতা রায় এবং দমদমে এগিয়ে শীলভদ্র দত্ত। বনগাঁয় এগিয়ে শান্তনু ঠাকুর।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in