ডায়মন্ড হারবারে CPIM-BJP এজেন্টদের গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ TMC-র বিরুদ্ধে

People's Reporter: বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতিরা গণনা কেন্দ্রের ভিতর ঢুকেছে। আমাদের এজেন্টদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন সকলে জড়িত রয়েছে।
ডায়মন্ড হারবারের গণনা কেন্দ্রের সামনে ধর্ণায় বিজেপি প্রার্থী এবং এজেন্টরা
ডায়মন্ড হারবারের গণনা কেন্দ্রের সামনে ধর্ণায় বিজেপি প্রার্থী এবং এজেন্টরাছবি - সংগৃহীত
Published on

গণনা শুরু হতেই বিক্ষোভ শুরু ডায়মন্ড হারবারের গণনা কেন্দ্রের সামনে। সিপিআইএম ও বিজেপির অভিযোগ, গণনা কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দিয়েছে তৃণমূল। প্রথমে এই অভিযোগ তুকে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি) সহ তাঁর এজেন্টরা। এজেন্টদের নিয়ে গণনা কেন্দ্রের সামনে ধর্ণায় বসেন প্রার্থী। তখনও ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন সিপিআইএম প্রার্থী প্রতীক-উর রহমান ও তাঁর এজেন্টরা। এরপর একসময় তিনিও গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

বিজেপি প্রার্থী সংবাদমাধ্যমের সামনে জানান, “তৃণমূলের দুষ্কৃতিরা গণনা কেন্দ্রের ভিতর ঢুকেছে। আমাদের এজেন্টদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন সকলে জড়িত রয়েছে। অভিষেক ব্যানার্জি সকলকে পকেটে পুরে রেখেছেন। ২০১৪ সাল থেকে উনি এই ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট করতে দেননি। ছাপ্পা দিয়ে জিতে আসছেন তিনি। এবারেও ভোট করতে দেয়নি। এখন গণনা কেন্দ্র থেকেও আমাদের এজেন্টদের বের করে দিচ্ছে।“

যা নিয়ে গণনার দিন সকালেই ধুন্ধুমার পরিস্থিতি ডায়মন্ড হারবার গণনা কেন্দ্রের সামনে।

ডায়মন্ড হারবারের গণনা কেন্দ্রের সামনে ধর্ণায় বিজেপি প্রার্থী এবং এজেন্টরা
Lok Sabha Polls 24: দেশ জুড়ে শুরু ভোট গণনা - প্রথমে পোস্টাল ব্যালট
ডায়মন্ড হারবারের গণনা কেন্দ্রের সামনে ধর্ণায় বিজেপি প্রার্থী এবং এজেন্টরা
Lok Sabha Polls Result Live: বাংলায় ধরাশায়ী বিজেপি, ১৯-এর থেকেও ভাল ফল তৃণমূলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in