বার বার বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন এক ব্যক্তি। প্রিসাইডিং অফিসার ঘটনাটি দেখেও নিশ্চুপ। কমিশন ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে সেই দৃশ্য দেখে তৎক্ষণাৎ ওই বুথ থেকে প্রিসাইডিং অফিসারকে সরাল। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজারের ২৫ নম্বর বুথে।
চতুর্থ দফার ভোটের সকাল থেকেই ইলামবাজারের ওই বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে খবর, এলাকার তৃণমূল নেতা ওহেদ আলি, নাজিমুদ্দিনেরা ভোট দেওয়াচ্ছিলেন। অভিযোগ ওই দুই ব্যক্তি, ভোটারদের সঙ্গে নিয়ে ইভিএমের সামনে পৌঁছে যাচ্ছেন। আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কোথায় ভোট দিতে হবে। আর এই ঘটনায় চুপ বুথে উপস্থিত প্রিসাইডিং অফিসার।
ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে ঘটনাটি নজরে আসে নির্বাচন কমিশনের। নজরে আসার সঙ্গে সঙ্গে পদক্ষেপ কমিশনের। ওই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়। রিজার্ভ রাখা অন্য ভোটকর্মীদের মধ্যে থেকে কিছু ক্ষণের মধ্যেই আর এক জন প্রিসাইডিং অফিসারকে পাঠানো হবে ওই বুথে।
উল্লেখ্য, এবার ভোটে বুথের অশান্তি রুখতে এক অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। প্রতি বুথেই ব্যবস্থা করা হয়েছে ওয়েব কাস্টিংয়ের। যার ফলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দেখা যাচ্ছে ভোট চলাকালীন কোনও রকম অব্যবস্থা বা কারচুপি হচ্ছে কিনা। তার মাধ্যমেই ওই প্রিসাইডিং অফিসারকে সরালো কমিশন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন