Lok Sabha Polls 24: হোয়াটস অ্যাপে মোদী সরকারের 'বিকশিত ভারত' মেসেজ বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন

People's Reporter: নির্বাচন কমিশনের কাছে এই মেসেজ নিয়ে এর আগেই বহু অভিযোগ জমা পড়ে। আবেদনকারীদের বক্তব্য, নির্বাচন ঘোষণা হয়ে যাবার পর এই বার্তায় নির্বাচনী আচরণবিধি (MCC) লঙ্ঘিত হচ্ছে।
নির্বাচন কমিশনের মুখ্য সচিব রাজীব কুমার
নির্বাচন কমিশনের মুখ্য সচিব রাজীব কুমারছবি, সংগৃহীত
Published on

কেন্দ্রের মোদী সরকারের বিকশিত ভারত মেসেজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রককে অবিলম্বে হোয়াটস অ্যাপে এই মেসেজ পাঠানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের কাছে এই মেসেজ নিয়ে এর আগেই বহু অভিযোগ জমা পড়ে। আবেদনকারীদের বক্তব্য, নির্বাচন ঘোষণা হয়ে যাবার পর এই বার্তায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে।

এই বিষয়ে মন্ত্রকের পক্ষ থেকে কমিশনকে জানানো হয়েছে এই মেসেজ হোয়াটস অ্যাপ-এর মাধ্যমে দেওয়া হয়েছে। মডেল কোড অফ কনডাক্ট জারি হবার আগেই এই সংক্রান্ত নির্দেশ হোয়াটস অ্যাপকে দেওয়া হয়ে গেছিল। যার ফলে কিছু মেসেজ হয়তো ছাড়া হয়ে গেছে। দ্রুততার সঙ্গে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 (বিস্তারিত আসছে)

নির্বাচন কমিশনের মুখ্য সচিব রাজীব কুমার
Congress: একদিনে দেশের চার প্রান্তের চার হেভিওয়েট নেতার কংগ্রেসে যোগদান, অনেকটাই ভরসা পেল ‘হাত’
নির্বাচন কমিশনের মুখ্য সচিব রাজীব কুমার
Lok Sabha Polls 24: রাজীব কুমারের পর রাজ্যের চার জেলাশাসককেও অপসারণ কমিশনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in