নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং কর্ণাটক বিজেপির প্রধান বি ওয়াই বিজেন্দ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
বিজেপি নেতাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং পুলিশের কাছে অভিযোগ জানায় কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটি। কর্ণাটক বিজেপির আপলোড করা একটি ভিডিও-র ভিত্তিতে অভিযোগ করে কংগ্রেস। হাত শিবিরের নেতারা জানান, বিজেপি একটি ভিডিও দেখিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। ভিডিওতে রাহুল গান্ধী এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অ্যানিমেটেড কার্টুন রয়েছে। সেখানে এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের ব্যক্তিদের 'ডিম' হিসেবে দেখানো হয়েছে।
কংগ্রেস আরও জানায়, ভিডিওতে রাহুল গান্ধী ওই এসসি, এসটি এবং ওবিসি 'ডিম'-র পাশে একটি বড়ো ডিম রাখলেন। যে ডিমকে মুসলিম সম্প্রদায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটা এমনভাবে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে যেন মনে হচ্ছে সমস্ত খাবার 'মুসলিম ডিম' দেওয়া মুরগিকে খাওয়ানো হচ্ছে। বঞ্চিত করা হচ্ছে 'এসসি, এসটি এবং ওবিসি ডিম' দেওয়া মুরগিকে।
কংগ্রেসের অভিযোগ, বিজেপি আসলে বিভিন্ন ধর্মের মধ্যে দাঙ্গা বাধাতে চাইছে। সম্প্রদায়গুলির মধ্যে শত্রুতা প্রচার করছে। ওই ভিডিও থেকে স্পষ্ট, বিজেপি বলছে, কংগ্রেস ক্ষমতায় এলে এস/এসটি শ্রেণির জন্য বরাদ্দ অর্থ মুসলিমদের হাতে তুলে দেওয়া হবে। এভাবে মিথ্যা প্রচার চালিয়ে এস/এসটি সম্প্রদায়ের ভোটারদের বার্তা দেওয়া হচ্ছে একটি নির্দিষ্ট প্রার্থীকে ভোট না দেওয়ার।
এ ধরনের ভিডিও প্রচারে নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির জনপ্রতিনিধিত্ব আইনের ৫০২(২) ধারায় মামলা দায়ের হয়েছে। সকলের বিরুদ্ধে তদন্ত হওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন