Lok Sabha Polls 24: মোদী, কঙ্গনা, অভিষেক - একনজরে শেষ দফার ভোটের হেভিওয়েট প্রার্থী এবং সমস্ত কেন্দ্র

People's Reporter: সপ্তম দফায় দেশ জুড়ে ভোট হতে চলেছে ৮ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭ টি কেন্দ্রে। মোট ৯০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Lok Sabha Polls 24: মোদী, কঙ্গনা, অভিষেক - একনজরে শেষ দফার ভোটের হেভিওয়েট প্রার্থী এবং সমস্ত কেন্দ্র
Published on

লোকসভা নির্বাচন শেষ লগ্নে উপস্থিত। আগামী ১ জুন শেষ দফার নির্বাচন। ৪ জুন ভোট গণনা। সপ্তম দফায় দেশ জুড়ে ভোট হতে চলেছে ৮ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭ টি কেন্দ্রে। মোট ৯০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১ জুন ভোট হবে – পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, ওড়িশা, ঝাড়খন্ড এবং চণ্ডীগড়ে। এক নজরে শেষ দফা ভোটের কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

৮ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সম্পূর্ণ লোকসভা কেন্দ্রের তালিকা –

পশ্চিমবঙ্গ – ১ জুন রাজ্যের ৯ টি কেন্দ্রে ভোট। ভোট হবে - বসিরহাট, বারাসাত, দমদম, কলকাতা উত্তর ও দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর এবং মথুরাপুরে।

উত্তরপ্রদেশ – শেষ দফায় উত্তরপ্রদেশে মোট ১৩ টি কেন্দ্রে ভোট। ভোট গ্রহণ হবে - বারাণসী, মহারাজগঞ্জ, গোরখপুর, কুশীনগর, দেওরিয়া, বাঁশগাঁও, ঘোসি, গাজীপুর, বালিয়া, সালেমপুর, চান্দোলৌ, মির্জাপুর এবং রবার্টসগঞ্জে।

পাঞ্জাব – ১ জুন পাঞ্জাবের ১৩ টি আসনে ভোট। ভোট হবে – গুরুদাসপুর, অমৃতসর, খাদুর সাহেব, জলন্ধর, হোশিয়ারপুর, আনন্দপুর সাহেব, লুধিয়ানা, ফতেহগড় সাহেব, ফদিরকোট, ফিরোজপুর, বাথিন্ডা, সাঙ্গরুর এবং পাতিয়ালায়।

বিহার - শেষ দফায় বিহারে মোট ৮ টি কেন্দ্রে ভোট। ভোট গ্রহণ হবে – আরাহ, বক্সার, কারাকাত, জাহানাবাদ, নালন্দা, পাটনা সাহেব, পাটলিপুত্র এবং সাসারামে।

চণ্ডীগড় ­– শেষ দফায় চন্ডীগড়ের একটি কেন্দ্রে ভোট। ভোট হবে – চণ্ডীগড়ে।

হিমাচল প্রদেশ - ১ জুন হিমাচল প্রদেশে ৪ টি আসনে ভোট। ভোট হবে – মান্ডি, সিমলা, কাংড়া এবং হামিরপুরে।

ওড়িশা - ১ জুন ওড়িশার ৬ টি আসনে ভোট। ভোট হবে – বালাসোর, ভাদ্রক, জাজপুর, জগৎসিং পুর, কেন্দ্রপাড়া এবং ময়ূরভঞ্জে।

ঝাড়খন্ড - ১ জুন ঝাড়খন্ডের ৩ টি আসনে ভোট। ভোট হবে – দুমকা, গড্ডা এবং রাজমহলে।

পাঞ্জাব থেকে ৩২৮ জন এবং উত্তর প্রদেশ থেকে ১৪৪ জন প্রার্থী ১৩ টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিহারের আটটি আসনে ১৩৪ জন, ওড়িশার ছয়টি আসনে ৬৬ জন, ঝাড়খণ্ড থেকে তিন আসনে ৫২ জন, হিমাচল প্রদেশের ৩৭ জন চারটি আসনে এবং চণ্ডীগড় থেকে ১৯ জন একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেষ পর্বে গুরুত্বপূর্ণ কয়েকজন প্রার্থী –

নরেন্দ্র মোদী (বিজেপি) – বারাণসী কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী ওই কেন্দ্রের দু’বারের সাংসদ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওই কেন্দ্রে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই।

রবি কিষাণ (বিজেপি) - উত্তর প্রদেশের গোরখপুরে বিজেপি প্রার্থী রাজনীতিবিদ এবং অভিনেতা রবি কিষাণ৷ এই আসনে রবি কিষাণের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজবাদী পার্টির প্রার্থী কাজল নিষাদ।

কঙ্গনা রানাউত (বিজেপি) – চলতি বছরই অভিনয় থেকে রাজনীতির ময়দানে পা রেখেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি এবার হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের বিজেপি প্রার্থী। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং।

অনুরাগ ঠাকুর (বিজেপি) - হিমাচল প্রদেশের হামিরপুর আসন থেকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে প্রার্থী করেছে বিজেপি। কংগ্রেস থেকে সাতপাল সিং রায়জাদা কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC) - পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল সুপ্রিমোর ভাইপো অভিষেক ব্যানার্জিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইএমের প্রতীকুর রহমান এবং বিজেপির অভিজিৎ দাস।

মিসা ভারতী (RJD) – RJD প্রধান লালু প্রসাদ যাদবের বড় মেয়ে মিসা ভারতীকে বিহারের পাটলিপুত্র লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। বিজেপি প্রার্থী রাম কৃপাল যাদব তাঁর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চরণজিৎ সিং চান্নি (কংগ্রেস) - পাঞ্জাবের জলন্ধর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী চরণজিৎ সিং চান্নি। চান্নি্র প্রতিদ্বন্দ্বিতা করছেন আপ প্রার্থী পবন কুমার টিনু এবং এসএডি প্রার্থী মহিন্দর সিং কেপি।

হারসিমরত কৌর বাদল (এসএডি) - পাঞ্জাবের ভাটিন্ডা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন এসএডি-র হরসিমরত কৌর বাদল৷ কংগ্রেস প্রার্থী জিৎ মহিন্দর সিং সিধু, আপ প্রার্থী গুরমিত সিং খুদিয়ান এবং বিজেপি-র পরমপাল কৌর সিধুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

Lok Sabha Polls 24: মোদী, কঙ্গনা, অভিষেক - একনজরে শেষ দফার ভোটের হেভিওয়েট প্রার্থী এবং সমস্ত কেন্দ্র
Manmohan Singh: অতীতে কোনও প্রধানমন্ত্রী এমন ঘৃণা ভাষণ দেননি, খোলা চিঠিতে মোদীকে আক্রমণে মনমোহন সিংহ
Lok Sabha Polls 24: মোদী, কঙ্গনা, অভিষেক - একনজরে শেষ দফার ভোটের হেভিওয়েট প্রার্থী এবং সমস্ত কেন্দ্র
PM Modi: ধ্যানে বসবেন নরেন্দ্র মোদী, নিরাপত্তার চাদরে ঢেকেছে কন্যাকুমারী! মোতায়েন হাজার হাজার পুলিশ
Lok Sabha Polls 24: মোদী, কঙ্গনা, অভিষেক - একনজরে শেষ দফার ভোটের হেভিওয়েট প্রার্থী এবং সমস্ত কেন্দ্র
Lok Sabha Polls 24: মোদীর ধ্যানের ছবি টিভিতে সম্প্রচার নয়, কমিশনে আর্জি সিপিআইএমের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in