কেরলের ১৫ টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল সিপিআইএম। সিপিআইএম-এর প্রার্থী তালিকায় নাম রয়েছে বিজয়ন সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা এবং প্রাক্তন অর্থমন্ত্রী টমাস আইজ্যাক-এর। ভাদাকারা আসন থেকে লড়বেন শৈলজা এবং থমাস লড়বেন পথনমথিট্টা কেন্দ্রে।
করোনা মহামারীর সময় শৈলজার ভূমিকা নজর কেড়েছিল বিশ্ব জুড়ে। ২০২০ সালে বিশ্ব জনসেবা দিবসে তাঁকে বক্তা হিসাবে আমন্ত্রণ জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। ভারত থেকে একমাত্র তিনিই আমন্ত্রণ পেয়েছিলেন।
সিপিআইএম-এর প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের সব কেন্দ্রেই প্রার্থী ঘোষণা হয়ে গেল ক্ষমতাসীন এলডিএফ জোটের। মোট ২০টি লোকসভা কেন্দ্র রয়েছে রাজ্যে। এর মধ্যে সিপিআইএম ১৫, সিপিআই ৪ এবং কেরল কংগ্রেস (মনি) ১টিতে লড়বে। সিপিআই এবং কেরল কংগ্রেস (মনি) আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে।
সিপিআইএম রাজ্য সম্পাদক এম.ভি. গোবিন্দন মঙ্গলবার বলেন, বিদায়ী লোকসভা সাংসদ এএম আরিফ এবারও আলাপ্পুঝা কেন্দ্র থেকে লড়বেন। রাজ্যসভার সাংসদ এলামারম করিমকে কোঝিকোড়ের আসনে এ বার প্রার্থী করা হয়েছে।
অন্যান্য আসনের জন্য সিপিআইএম-এর প্রার্থীরা হলেন - কে. রাধাকৃষ্ণান (আলাথুর), ভি. জয় (আটিঙ্গাল), অধ্যাপক সি. রবীন্দ্রনাথ (চালাকুড়ি), কে জে শাইন (এর্নাকুলাম), জয়েস জর্জ (ইদুক্কি), এম ভি জয়রাজন (কান্নুর), এম.ভি. বালাকৃষ্ণান (কাসারাগড়), এম. মুকেশ (কোল্লাম), ভি. ওয়াসিফ (মালাপ্পুরম), এ. বিজয়রাঘবন (পালাক্কাড়) এবং কে এস হামসা (পোন্নানি)।
এই তালিকায় একজন মন্ত্রী, একজন পলিটব্যুরো সদস্য এবং তিনজন সিপিআইএম জেলা সম্পাদক রয়েছেন। এবারের লোকসভা ভোটে ২০ টি আসনেই জয়ী হবে এলডিএফ জোট, বলে আত্মবিশ্বাসী এম.ভি. গোবিন্দন। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে কেবল আলপ্পুঝা আসনে জয় পেয়েছিল সিপিআইএম। বাকি ১৯টিই গিয়েছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফের দখলে।
রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র ওয়েনাড়ে প্রার্থী দিয়েছে সিপিআই। সোমবার সিপিআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজার নাম ঘোষণা করা হয়েছে এই কেন্দ্রের প্রার্থী হিসেবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন