মধ্যপ্রদেশের ইন্দোর কেন্দ্রে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সেই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন এবং বিজেপিতে যোগ দেন। এই পরিস্থিতিতে বিজেপিকে শিক্ষা দিতে সমস্ত কর্মী-সমর্থকদের ‘নোটা’য় ভোট দেওয়ার আবেদন জানালেন মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি।
চতুর্থ দফায় আজ মধ্যপ্রদেশের ইন্দোরেও ভোটগ্রহণ চলছে। অক্ষয় কান্তি বামকে ইন্দোর কেন্দ্র থেকে টিকিট দিয়েছিল কংগ্রেস। পরে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যায় নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওই কংগ্রেস প্রার্থী এবং বিজেপিতে যোগ দিয়েছেন। তাই ওই কেন্দ্রের বিজেপি বিরোধী ভোটারদের নোটাতে ভোট দিতে বলেন পাটোয়ারি।
পাটোয়ারি বলেন, 'ইন্দোরে বিজেপি রাজনৈতিক ভাবে অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। ইন্দোরে এর প্রভাব পড়বেই। যা গণতন্ত্রের পক্ষে খুব ভয়ঙ্কর উদাহরণ। তাই আমরা সকলে নোটাতে ভোট দেবো। এটা স্পষ্ট যে মোদী সরকার আর থাকবে না। প্রধানমন্ত্রী এখন শুধু বিতর্কিত মন্তব্য করছেন। মানুষের প্রতি তাঁর আস্থা কমে আসছে। এই কেন্দ্রের জনগণকেও নোটাতে ভোট দেওয়ার আবেদন জানাই'।
জিতু পাটোয়ারি অভিযোগ করেন, বিজেপি আরও চারটি কেন্দ্রের প্রার্থীদের অপহরণ করার হুমকি দিয়েছে। সাধারণ মানুষের অধিকারকে অস্বীকার করছে বিজেপি।
প্রসঙ্গত, ২০১৩ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ইভিএম-এ 'নোটা' অপশনটি যুক্ত করে নির্বাচন কমিশন। যদি কোনও ভোটারের কোনও প্রার্থীকে পছন্দ না হয় তাহলে বিকল্প হিসেবে নোটা তে ভোট দিতে পারেন তিনি।
অন্যদিকে, নিজের নাম প্রত্যাহারের কারণ হিসেবে জিতু পাটোয়ারিকে দায়ী করলেন অক্ষয় কান্তি বাম। তিনি জানান, "কংগ্রেস আমায় প্রার্থী ঘোষণা করার পর থেকেই অসহযোগিতা করতে থাকেন জিতু। এমনকি নির্বাচনে প্রচারের প্রয়োজনীয় সামগ্রীও ইন্দোর কেন্দ্রের কর্মীদের কাছে দেওয়া হচ্ছিল না। "
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন