Lok Sabha Polls 24: ভোটপর্ব মিটলেই বিকেলে ইন্ডিয়া-র বৈঠক, বুথ ফেরত সমীক্ষা আলোচনা বয়কট কংগ্রেসের

People's Reporter: রাহুল গান্ধী জানিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত EVM-এর দিকে নজর রাখতে হবে। ভোটগণনার সময়েও সতর্ক থাকতে হবে। অখিলেশ যাদব দলীয় কর্মীদের জানিয়েছেন, বিজেপির কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না।
বিরোধী 'ইন্ডিয়া' শিবিরের বৈঠক
বিরোধী 'ইন্ডিয়া' শিবিরের বৈঠকফাইল ছবি সংগৃহীত
Published on

ভোট পর্ব শেষ হলেই আজ সন্ধ্যেয় বৈঠকে বসছে ইন্ডিয়া মঞ্চ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে তাঁরই বাড়িতে নয়াদিল্লীতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ পর্ব শেষ হবার পর তড়িঘড়ি এই বৈঠকের ডাকে রাজনৈতিক মহলে গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এর আগেই কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনও বুথফেরত সমীক্ষার আলোচনায় কংগ্রেস অংশগ্রহণ করবে না বা কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিনিধি পাঠানো হবে না।

রাহুল গান্ধী কংগ্রেস কর্মীদের জানিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত ইভিএম-এর দিকে নজর রাখতে হবে। ভোটগণনার সময়েও সতর্ক থাকতে হবে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এক খোলা চিঠিতে দলীয় কর্মীদের জানিয়েছেন, বিজেপির কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না। এইসময় সজাগ ও সতর্ক থাকতে হবে।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন পর্ব চলাকালীন তাদের পক্ষ থেকে ১১৭টি অভিযোগ জানানো হলেও সেইসব অভিযোগে কোনও ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। এইসব অভিযোগের মধ্যে ১৪টি ছিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, ৮টি ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং ৩টি ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে।

সূত্র অনুসারে, ভোটগণনার সময় কারচুপি আটকানোর পরিকল্পনা করতেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই বিষয়ে আগেই দলীয় কর্মীদের সাবধান করেছেন। অখিলেশ জানিয়েছেন, চন্ডীগড়ে মেয়র নির্বাচনের ভোটগণনার সময় বিজেপি সিসিটিভি ক্যামেরার সামনেই কারচুপি করেছিল। লোকসভা নির্বাচনের ভোটগণনার সময় সে কথা মাথায় রাখতে হবে।

ইন্ডিয়া মঞ্চের নেতৃত্বের আশংকা, ভোট গণনার দিন বিভিন্ন কেন্দ্রে গণ্ডগোল করা হতে পারে। কারচুপির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে শনিবার ভোট পর্ব শেষের পর বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা সামনে আসার পর বিজেপির পক্ষ থেকে চাপ বাড়ানো শুরু হতে পারে। বিজেপি প্রচার শুরু করতে পারে যে তারা ৩০০-র বেশি আসনে জয়ী হবে। সেক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলির এজেন্টরা গণনার আগেই কোনোভাবেই যাতে মনোবল হারিয়ে না ফেলেন তাই আগাম পরিকল্পনা সেরে রাখতে চায় বিরোধী মঞ্চ।

অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে আগামী ৪ জুন, মঙ্গলবার। গণনার আগে ডিএমকে-র পক্ষ থেকে নির্বাচন কমিশনারকে এক চিঠি লিখে জানানো হয়েছে, নিয়ম মেনে যেন ইভিএম গণনা শুরুর আগে পোস্টাল ব্যালট গণনা করা হয় এবং তার ফলাফল ঘোষণা করা হয়। পোস্টাল ব্যালট পরে গণনা করা হলে সেখানে কারচুপির আশংকা থেকে যায় বলেও জানানো হয়েছে ডিএমকে-র চিঠিতে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in