শনিবার দেশে ষষ্ঠ দফার নির্বাচন চলছে। যার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীরের একটি আসন। এরই মধ্যে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি মেহবুবা মুফতির মোবাইলের আউটগোয়িং কল বন্ধের অভিযোগ উঠলো। এমনকি তাঁর দলের কর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন।
নির্বাচনের দিন সকাল থেকেই দলীয় নেতাদের সাথে যোগাযোগ করতে পারছেন না মেহবুবা মুফতি। এমনটাই তিনি অভিযোগ করছেন। সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় তিনি জানান, সকাল থেকে আমি কোনো কল করতে পারছি না। আউটগোয়িং কল বন্ধ রয়েছে। অনন্তনাগ লোকসভা কেন্দ্রে ভোটের দিন এইভাবে নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না।
এমনকি তিনি প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন। দলীয় কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে বিজবেহারা এলাকায় শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক অবরোধ করেছিলেন তিনি।
প্রশাসনের আধিকারিকদের সাথে বচসাও হয় মেহবুবা মুফতির। তিনি জানান, "কেন তাঁর দলীয় কর্মীদের এবং নির্বাচনী এজেন্টদের গ্রেফতার করা হয়েছে? তাঁদের অপরাধ কী? এইভাবেই কি সরকার ভোট প্রক্রিয়া চালাতে চায়? এক সময় অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন কাশ্মীরে শান্তিপূর্ণ নির্বাচন হবে আর এখন তাঁর দলই সেই পরিবেশ নষ্ট করছে। আসলে ওরা জানে মানুষ ভোট দিলে মেহবুবা মুফতি জিতে যাবে। তাই ভয় তে মানুষদের ভোট দিতে বাধা দিচ্ছে।"
ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে সমস্ত বিষয় জানিয়েছে পিডিপি। কাশ্মীরে যাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয় তার জন্য দ্রুত পদক্ষেপ করার আবেদন জানানো হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন