বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন ইন্ডিয়া মঞ্চের শীর্ষ নেতৃত্ব। ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে বিগত তিন দফা ভোটগ্রহণে কতজন ভোট দিয়েছেন সেই তথ্য জানতে চাওয়া হবে। এছাড়াও যেভাবে নির্বাচন চলাকালীন এনডিএ-র পক্ষ থেকে সাম্প্রদায়িক প্রচার চালানো হচ্ছে তার প্রতিবাদও কমিশনের কাছে জানাতে চলেছে ইন্ডিয়া মঞ্চের নেতৃত্ব বলে জানা গেছে।
এর আগে ইন্ডিয়া মঞ্চের নেতৃত্বের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে সময় চাওয়া হলেও সেই আবেদন প্রত্যাখ্যান করেছিল কমিশন। ভোটের মুখে দিল্লির নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদ জানিয়ে গত মার্চ মাসে এতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করে কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছিল ইন্ডিয়া মঞ্চের নেতৃত্ব। ইন্ডিয়া মঞ্চের অভিযোগ, বিজেপির নির্দেশে বেছে বেছে কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে বিরোধী দলের নেতৃত্বকে হয়রানি করা হচ্ছে।
কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া মঞ্চের সমস্ত নেতৃত্বের কাছে নির্বাচন কমিশনে দ্বারস্থ হওয়ার বিষয়টি জানিয়ে এক চিঠি লেখেন। যে চিঠিতে, খাড়গে বলেন, ভোট সংক্রান্ত সঠিক তথ্য নির্বাচন কমিশন প্রকাশ না করলে বা প্রকাশ করতে দেরি করলে এবং বাকি পর্যায়ের নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করলে তা লোকসভার নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে।
উল্লেখ্য, প্রথম দফার ভোটের ১১দিন পরে নির্বাচন কমিশন ভোটদানের চূড়ান্ত হার প্রকাশ করে। দ্বিতীয় দফার ক্ষেত্রে যা প্রকাশিত হয় ৪ দিন পর। তাৎপর্যপূর্ণ ভাবে দু’বারের কোনবারেই নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটদাতার সংখ্যা প্রকাশ করেনি।
তৃতীয় দফার ভোটগ্রহণের পরেও এখনও পর্যন্ত নির্বাচন কমিশন তিন দফায় কোন কেন্দ্রে কতজন ভোটার ভোট দিয়েছেন সেই সম্পর্কিত তথ্য প্রকাশ করেনি। যদিও ২০১৯ সালে এই সংক্রান্ত সমস্ত তথ্য তৎক্ষণাৎ প্রকাশ করা হয়েছিল।
সূত্র অনুসারে এই বিষয়ে আপত্তি জানানো ছাড়াও ইন্ডিয়া মঞ্চের অভিযোগ, নির্বাচনের প্রচারপর্বে বিজেপি এবং এনডিএ-র অন্যান্য শরিক দল লাগাতার সাম্প্রদায়িক এবং বিভাজনকারী বক্তব্য পেশ করছে। এছাড়াও বিভিন্ন আপত্তিকর ভিডিও, যা শাসকদলের পক্ষ থেকে পোষ্ট করা হচ্ছে সে বিষয়েও কমিশন অনেক দেরি করে সিদ্ধান্ত নিচ্ছে। যে সমস্ত বিষয় নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছে ইন্ডিয়া মঞ্চ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন