পাঞ্জাবে শুরু হয়েছে ‘অপারেশান লোটাস’। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে চাঞ্চল্যকর এই অভিযোগ করেছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। গতকালই পাঞ্জাবে আম আদমি পার্টির একমাত্র সাংসদ সুশীল কুমার রিঙ্কু বিজেপিতে যোগ দেবার পর এদিন সৌরভ ভরদ্বাজ এই অভিযোগ করেন।
এদিন আপ নেতা সৌরভ বলেন, পাঞ্জাবের আপ বিধায়করা জানিয়েছেন তাদের কাছে ফোন আসছে এবং টাকা দেবার কথা বলা হচ্ছে। এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনের আগে যারা বিজেপিতে যোগ দেবেন তাদের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ও লোকসভার মনোনয়ন দেওয়া হবে।
এদিন তিনি আরও বলেন, ২০২২-এর নির্বাচনের ফলাফল অনুসারে বিজেপি পাঞ্জাবে চতুর্থ স্থানে আছে। প্রথম তিন স্থানে আছে আপ, শিরোমণি আকালি দল ও কংগ্রেস। প্রশ্ন হচ্ছে, এর পরেও কেন আপ সাংসদ বিজেপিতে যোগ দিল? কারণ সাংসদ হিসেবে তাঁর মেয়াদও শেষ হয়ে গেছে। বিজেপি জলন্ধরের লোকসভা নির্বাচনেও চতুর্থ স্থানে আসবে।
উল্লেখ্য, এবারও আম আদমি পার্টির পক্ষ থেকে জলন্ধর কেন্দ্রে সুশীল কুমার রিঙ্কুর নাম ভাবা হয়েছিল। যদিও গতকাল জলন্ধর পশ্চিম কেন্দ্রের আপ বিধায়ক শীতল আঙ্গুরালের সঙ্গে সুশীল কুমার রিঙ্কু বিজেপিতে যোগ দেন। গতবছরেই তিনি কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন। এরপর লোকসভার উপনির্বাচনে আপ প্রার্থী হন এবং জয়লাভ করেন। ঘোষিত বিজেপি বিরোধী রিঙ্কু সংসদের অধিবেশনে বিজেপির বিরোধিতা করার জন্য সংসদ থেকে বহিষ্কৃতও হয়েছিলেন।
সূত্র অনুসারে, বিজেপি সদ্য দলে যোগ দেওয়া রিঙ্কুকে জলন্ধর কেন্দ্র থেকে মনোনয়ন দেবে। রাজনৈতিক মহলের মত অনুসারে, পাঞ্জাবের ১৩ আসনে শক্তিশালী প্রার্থী দিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রভাবশালীদের নিজেদের দলে আনছে বিজেপি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন