কংগ্রেসের পর এবার লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিল বিজেপিও। রবিবার মধ্যপ্রদেশের ঝাবুয়ায় এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বিজেপির নির্বাচনী প্রচারের সূচনা করেন। গত বছরের ২৮ ডিসেম্বর মহারাষ্ট্রের নাগপুর থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছে কংগ্রেস।
রবিবার ঝাবুয়ার জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ জোট শরিকদের ছাড়াই বিজেপি এককভাবে ৩৭০ আসনে জয়লাভ করবে।
মধ্যপ্রদেশের ঝাবুয়ার ওই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী আরও বলেন, "৪০০ আসন নিয়ে এনডিএ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরবে।" এদিন তিনি দাবি করেন যে বহু বিরোধী নেতাও বলছেন যে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে ৪০০ আসন জিতবে।
এদিনের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমি ঝাবুয়ায় প্রচার করতে আসিনি। মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি যে ধরনের সমর্থন পেয়েছে তাতেই বোঝা যায় জনগণ বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের উপর আস্থা রেখেছে।”
তিনি কংগ্রেসকে কটাক্ষও করে বলেন, শতাব্দী প্রাচীন দল এবং তার মিত্ররা ইতিমধ্যে পরাজয় মেনে নিয়েছে এবং তারা তাদের শেষ কৌশল ‘লুঠ ও বিভাজন’-কে ব্যবহার করতে শুরু করেছে। “ফলাফল জেনে, কংগ্রেস এবং তার মিত্ররা এখন তাদের শেষ অস্ত্র ব্যবহার করছে। ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর নামে মানুষকে বিভক্ত করতে চাইছে। কিন্তু, এদেশের মানুষ তাদের সফল হতে দেবে না”, বলেন তিনি।
এদিন তিনি দাবি করেন, সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে বড়ো সংকটের মুখে পড়েছে কংগ্রেস। তাদের অনেক নেতাই দল থেকে চলে যেতে ইচ্ছুক।
তিনি বলেন, মধ্যপ্রদেশের মানুষ বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেসকে উপযুক্ত জবাব দিয়েছে। তবে লোকসভা নির্বাচনের পরে তাদের (কংগ্রেস) পাপ পরিষ্কার করা হবে।
এদিন প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস সবসময় আদিবাসীদের তাদের ভোটব্যাঙ্ক হিসাবে বিবেচনা করেছে। আমরা আদিবাসীদের ভোটব্যাংক মনে করি না। তারা আমাদের দেশের গর্ব। আমাদের মূল উদ্দেশ্য হল সব সম্প্রদায়কে তাদের অধিকার প্রদানের মাধ্যমে উন্নীত করা। তারা কয়েক দশক ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।”
তিনি বলেন, “বন সম্পত্তি আইনে পরিবর্তন এনে বিজেপি সরকার আদিবাসী সমাজের কাছে বনভূমি সম্পর্কিত অধিকার ফিরিয়ে দিয়েছে। কংগ্রেস আপনার (আদিবাসীদের) কাছে আসে শুধুমাত্র নির্বাচনের সময় আপনার সমর্থন চাইতে। বিজেপি এক আদিবাসী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে নিযুক্ত করে নজির স্থাপন করেছে। কংগ্রেস – যারা নিজেদের আদিবাসীদের প্রতি সহানুভূতিশীল বলে দাবি করে - তারা এর বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল।"
লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশে তাঁর প্রথম সফরের সময় এদিন প্রধানমন্ত্রী মোদি বেশ কয়েকটি প্রকল্প ঘোষণা করেছেন এবং কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন