লোকসভা নির্বাচনের আগে রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালি নিয়ে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।
আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা যে বিজেপির অন্যতম লক্ষ্য তা আরামবাগে প্রধানমন্ত্রীর জনসভা থেকেই বোঝা যায়। সভাতে প্রথমেই সন্দেশখালি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, "সন্দেশখালিতে যা হয়েছে তা দেখে রাজ রাম মোহনের আত্মা কাঁদছে। বাংলার অবস্থা পুরো দেশ দেখছে। মা, মাটি, মানুষ বলে যারা প্রচার করে সেই তারাই সন্দেশখালির মা বোনেরদের ওপর অত্যাচার করেছে। সকলের শাস্তি হবে। কারণ সন্দেশখালিতে তৃণমূল সমস্ত সীমা অতিক্রম করে গেছে"।
পাশাপাশি তিনি বলেন, রাজ্যে তৃণমূল যেভাবে দুর্নীতি করেছে তা লজ্জার। শিক্ষায় ব্যাপক দুর্নীতি করেছে এই সরকার। তৃণমূলের নেতাদের ঘর থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। এতো টাকা উদ্ধার তো সিনেমাতেও দেখিনি। এমনকি গরিব মানুষের জন্য রেশন দেওয়া হয়। সেই রেশনেও দুর্নীতি করেছে তৃণমূলের নেতারা। যারা দুর্নীতি করে টাকা নিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না।
কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে বার বার সরব হয়েছে বিরোধী দলগুলি। সেই নিয়েও মুখ খোলেন নরেন্দ্র মোদী। তাঁকে বলতে শোনা যায়, "যারা দুর্নীতিতে জর্জরিত তারাই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ধর্না দেয়। মোদী এইসবে ভয় পায় না। বাংলার মানুষকে বলছি এই সমস্ত লুঠেরাদের বিরুদ্ধে ভোট দিন।"
এছাড়া সংখ্যালঘু ভোট ব্যাঙ্কেও টার্গেট রয়েছে বিজেপির। মোদী বলেন, আমি চাই বাংলার ৪২ আসনের মধ্যে ৪২ আসনেই পদ্ম ফুটুক। সংখ্যালঘু ভাই বোনেদের উচিত তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে বদলা নেওয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন