মক পোল চলাকালীন ইভিএমের ব্যালট ইউনিট চুরির অভিযোগ উঠল বিজেপি এজেন্টের বিরুদ্ধে। ঘটনায় ওই বিজেপি এজেন্টকে গ্রেফতার করছে পুলিশ। আর এই নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।
ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর লোকসভায়। সেখানকার দুটি বিধানসভা, চণ্ডীতলা ও জাঙ্গিপাড়ার ইভিএম কমিশনিং চলছিল। অভিযোগ ওঠে, মক পোল চলাকালীন বিজেপির এজেন্ট অরূপ মালিক ইভিএমের ব্যালট ইউনিট চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর মেশিন গোনার সময় সেটা ধরে পড়ে। সিসিটিভি চেক করে ওই বিজেপি এজেন্টকে চিহ্নিত করেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। চণ্ডীতলা থানার পুলিশকে ডেকে বিজেপি এজেন্টকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনায় শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসু সংবাদ মাধ্যমে জানান, “কী হয়েছে খোঁজ নিয়ে বলতে পারব। আজ (সোমবার) আমার প্রচার ছিল চণ্ডীতলায়। সেখানে প্রচার শেষ করে জনাই ট্রেনিং স্কুলে গিয়েছিলাম। কমিশনের নিয়ম অনুযায়ী এক জন প্রার্থী কমিশনিং দেখতে যেতে পারে। তাই গিয়েছি।“
অন্যদিকে, বিজেপি এজেন্টের এই ঘটনায় তীব্র কটাক্ষ করছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা কৌশিক শীলের অভিযোগ, “বিজেপি নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করতে চায়। তাই ইভিএম ব্যালট চুরি করেছে। বিষয়টি দেখার পর নির্বাচন কমিশন পদক্ষেপ করেছে। আসলে বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই এ সব করছে।“
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন