Lok Sabha Polls 24: ভোট পরবর্তী হিংসা বিহারে, বিজেপি-আরজেডি সংঘর্ষে বলি ১, আহত বহু

People's Reporter: ঘটনাটি ঘটেছে বিহারের ছাপরায়। গতকাল ওই জেলাতেও নির্বাচন ছিল। গুলিতে জখম হয়ে মৃত্যু হয় একজনের। দুই পক্ষের একাধিক কর্মী সমর্থক আহত হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
Lok Sabha Polls 24: ভোট পরবর্তী হিংসা বিহারে, বিজেপি-আরজেডি সংঘর্ষে বলি ১, আহত বহু
ছবি - প্রতীকী
Published on

বিহারে ভোট পরবর্তী হিংসার বলি একজন। মঙ্গলবার বিজেপি এবং আরজেডি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। বেশ কয়েক রাউন্ড গুলিও চলে বলে খবর। ওই গুলিতে নিহত হয়েছেন একজন। আহত আরও অনেকে।

ঘটনাটি ঘটেছে বিহারের ছাপরায়। গতকাল ওই জেলাতেও নির্বাচন ছিল। আজ সকালে উত্তপ্ত হয়ে ওঠে ভিখারি ঠাকুর চক এলাকা। বিজেপি এবং আরজেডি সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুলিও চলে বলে জানা যায়। গুলিতে জখম হয়ে মৃত্যু হয় একজনের। দুই পক্ষের একাধিক কর্মী সমর্থক আহত হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় নগর থানার বিশাল পুলিশ বাহিনী।

সূত্রের খবর, গতকাল ওই এলাকায় যান আরজেডি প্রার্থী রোহিণী আচার্য। একাধিক অনুগামী নিয়ে তিনি বুথে বুথে ঘুরছিলেন। এভাবে তিনি ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তোলে বিজেপি। সেই বিষয় নিয়ে মঙ্গলবার উত্তেজনা ছড়ায় দু'পক্ষের মধ্যে। তারই পরিণতিতে এই সংঘর্ষ। প্রশাসনের তরফে এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু বিহারই নয়, পশ্চিমবঙ্গেও ভোট পরবর্তী হিংসার খবর সামনে আসছে। গতকাল ভোট মিটে যাওয়ার পরই ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি কর্মীদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা মারধর করে বলে অভিযোগ। উলুবেড়িয়াতে আবার তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

Lok Sabha Polls 24: ভোট পরবর্তী হিংসা বিহারে, বিজেপি-আরজেডি সংঘর্ষে বলি ১, আহত বহু
Lok Sabha Polls 24: বিজেপির জোড়া বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের! কিন্তু কেন?
Lok Sabha Polls 24: ভোট পরবর্তী হিংসা বিহারে, বিজেপি-আরজেডি সংঘর্ষে বলি ১, আহত বহু
PM Narendra Modi: শেষ ১০ বছরে দেশে কোটি কোটি কর্মসংস্থান হয়েছে! NDTV-কে বললেন প্রধানমন্ত্রী মোদী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in